নিজ সংবাদ ॥ কুষ্টিয়া পৌরসভায় মেয়রের কার্যালয়ে দুর্ধষ চুরি ও গুরুত্বপূর্ণ নথিপত্র ধ্বংসের প্রতিবাদে দোষীদের গ্রেফতারের দাবীতে প্রতিবাদ কর্মসূচী করেছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল বুধবার বেলা সাড়ে ১০টায় কুষ্টিয়া মজমপুর গেটে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভা ৩নং ওয়ার্ড কাউন্সিলর এস এম আতাউল গণি ওসমান,নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন, সহকারী প্রকৌশলী সাবিনা ইসলাম (পানি), পৌর হিসাব রক্ষন কর্মকর্তা আবুল কালাম আজাদ, শহর পরিকল্পনাবিদ রানভীর আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা মাহামুদ রেজা চৌধুরী (বুলবুল), লাইসেন্স পরিদর্শক গোলাম সরওয়ার, আরবান প্রাইমারি হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক রাহেলা পারভীন মুক্তি, সিডিসি ফেডারেশনের সভাপতি শাহিনুজ্জামান মিম সহ পৌরসভার সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। প্রতিবাদ কর্মসূচি সঞ্চালনা করেন পৌরসভার বিল র্ক্লাক বিকাশ কুমার ঘোষ। এসময় বক্তারা বলেন, গতকাল মানববন্ধন থেকে জড়িত দূর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় আনার জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হলেও প্রশাসন এখনও কাউকে আটক করতে পারেনি। এরপরেও যদি আটক না হয় তাহলে আমরা পৌরসভার সকল নাগরিক সেবা কার্যক্রম বন্ধ করার মত কঠোর কর্মসূচীর ঘোষনা করবো। উল্লেখ্য, গত শনিবার রাতে কুষ্টিয়া পৌরসভার গ্রিল কেটে ও তালা ভেঙ্গে মেয়র কার্যালয়ে প্রবেশ করে দূর্বৃত্তরা পৌরসভার সিসিটিভি ক্যামেরার ভিডিও সংরক্ষনের ডিভিআর মেশিন, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ও নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। এসময় তারা কিছু নথিপত্র ধ্বংস করে ফেলে রেখে যায়।