নিজ সংবাদ ॥ র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ অভিযানিক দল গত ২৫ জুন শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হররা গ্রামের মঈনুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে দুই বান্ডিল তাস, ৬টি মোবাইল ফোন নগদ ২৬ হাজার ২০০টাকাসহ হররা গ্রামের সাদ আহমেদের ছেলে ইমরান হোসেন (৩০), মোহাম্মদ আলীর ছেলে শাকিল আহমেদ (১৯), কামাল হোসেনের ছেলে রুবেল আলী (২৬), মিজানুর রহমানের ছেলে ইমরান হোসেন (২২), আব্দুল মাজেদের ছেলে শাকিল হোসেন (২০) এবং লিয়াকত আলীর ছেলে মোঃ মঈনুল ইসলাম (২৬) কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে তাদের কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করা হয়।
You cannot copy content of this page
Leave a Reply