নিজ সংবাদ ॥ মহামারী করোনা ভাইরাস সংক্রমনে সরকার ঘোষিত লকডাউনে অসহায় ভাবে দিন যাপন করছে খেটে খাওয়া মানুষগুলো। যাদের নুন আনতে পান্তা শেষ হয় তারাসহ দেশের মধ্যেম আয়ের মানুষদের কষ্টের শেষ নেই। দেশব্যাপী ২য় ধাপে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রনের লক্ষ্যে লকডাউনে গনপরিবহণ বন্ধ রয়েছে। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে কুষ্টিয়ার জেলা মটর শ্রমিক ইউনিয়নে শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টার সময় কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়ামে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ অসচ্ছল ও কর্মহীন মটর শ্রমিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার শাখা কুষ্টিয়ার উপপরিচালক মৃনাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওবাইদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার। সার্বিকভাবে দায়িত্ব পালন করেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সাইদুর রহমান। স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসনের আয়োজনে ১০৬ কর্মহীন পরিবহন শ্রমিকের মাঝে চালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী উপহার হিসাবে বিতরন করা হয়। এছাড়াও ৯৮ জন দুস্থ, অসহায় এবং কর্মহীন পরিবারের মাঝেও এই উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। জেলায় কর্মহীন ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।