বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রয়াত কমরেড জাহেদুল হক মিলুর তৃতীয় মৃত্যুবার্ষিকী বাসদ কুষ্টিয়া জেলা কার্যালয়ে পালিত হয়। গতকাল বুধবার বিকাল ৫ টায় বাসদ কার্যালয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কুষ্টিয়া জেলা কমিটির উদ্দ্যোগে, প্রয়াত কমরেড জাহেদুল হক মিলুর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। বাসদ কুষ্টিয়া জেলা কমিটির আহবায়ক কমরেড শফিউর রহমান শফির সভাপতিত্বে ও বাসদ কুষ্টিয়া জেলা কমিটির সদস্য সচিব কমরেড মাসুদ হাসানের পরিচালনায় কমরেড জাহেদুল হক মিলুর রাজনৈতিক জীবন- সংগ্রামের নানা দিক তুলে ধরে আলোচনা ও শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন বাসদ সহ কুষ্টিয়ার বিভিন্ন বাম প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সভার সভাপতি ও বাসদ আহবায়ক শফিউর রহমান শফি বলেন, কমরেড ও বন্ধুগণ আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সদস্য কমরেড জাহেদুল হক মিলু ১৩ মে ২০১৮ সড়ক দুর্ঘটনা কবলিত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে মাসাধিককাল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১৩ জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি শারীরিকভাবে চিরবিদায় নিয়েছেন কিন্তু মানসিক ভাবসত্তায় দলের মর্ম চিত্তে গেঁথে আছেন এবং থাকবেন। কারণ তিনি ছিলেন নিবেদিত প্রাণ বিপ্লবী। তিনি জীবনকে এক এবং অভিন্ন সত্তায় বিপ্লব এবং দলের সাথে গ্রথিত রেখেছিলেন আমৃত্যু। সেজন্য অস্বাভাবিক অসময়োচিত প্রয়াণে দলের যেমন একটা বড় ক্ষতি হয়ে গেছে তেমনি এদেশের বাম-গণতান্ত্রিক বিপ্লবী সংগ্রাম ও শ্রমিক শ্রেণির মুক্তি আন্দোলনেরও অনেক ক্ষতি হয়েছে বলে আমরা মনে করি এবং অন্যেরাও সবাই সহমত পোষণ করেন। আমরা আমাদের গভীর শোক ও বেদনাকে শক্তিতে রূপান্তরিত করে এ ক্ষতি কাটিয়ে ওঠার প্রত্যয় নিয়েই এ শোক ও স্মরণ সভায় মিলিত হয়েছি। আপনারা যারা শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে মিলিত হয়েছেন, বাসদ কুষ্টিয়া জেলা কমিটির পক্ষ থেকে আমি তাদের আন্তরিক অভিনন্দন জানাই। সভায় আরো বক্তব্য রাখেন বাসদ কুষ্টিয়া জেলা কমিটির সদস্য, এ্যডভোকেট মীর নাজমুল ইসলাম শাহিন, শ্রমিক নেতা আশরাফুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি’র কুষ্টিয়া জেলা কমিটির সদস্য কমরেড নিল কমল বিশ্বাস, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কুষ্টিয়া জেলা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক কারশেদ আলম, চারণ সাংস্কৃতিক কেন্দ্র কুষ্টিয়া জেলা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল মান্নান শেখ, ট্রেড ইউনিয়নের সঙ্গ কুষ্টিয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক পলান বিশ্বাস। ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কুষ্টিয়া জেলা কমিটির আহবায়ক ছাত্রনেতা লাবনী সুলতানাসহ অন্যান্য নেতৃবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি
You cannot copy content of this page
Leave a Reply