নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। বৈসম্য হ্রাসের অঙ্গিকার করি,সবার জন্য টেকসই নগর গড়ি ‘ এ শ্লোগান নিয়ে সোমবার (৩অক্টোবর) সকাল ১০টার সময় কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসন ও কুষ্টিয়া গণপূর্ত বিভাগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। বক্তব্য রাখেন,কুষ্টিয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম, কুষ্টিয়া পুলিশ সুপার মো. খাইরুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইব্রাহীম মোঃ তৈমুর, কুষ্টিয়া প্রেসক্লাবের(কেপিসি)সভাপতি রাশেদুল ইসলাম প্রমুখ। এর আগে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে র্যালী বের করা হয়।