নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার খাজানগর এলাকায় দুটি অটোরাইচ মিলকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল শনিবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে চারটি চালকলে মজুদ বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সেখানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় উপ-পরিচালক ইব্রাহিম হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী, কুষ্টিয়া কার্যালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল উপস্থিত ছিলেন। জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, শনিবার দুপুরে দিকে দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরে অভিযান চালায়। গ্রাম সরকার অটো রাইস মিল ও ভিআইপি অটো রাইস মিলে ৫-৬ টি বেনামী/ভিন্ন ব্র্যান্ডের বস্তায় চাল বস্তাবন্দি করে বাজারজাত করার উদ্দেশ্যে সংরক্ষণ করা হচ্ছিল। এমন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৪৪ ধারায় ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী বলেন, যে নামে লাইসেন্স করা, সেই নামে ধান-চাল রাখতে হয়। মিল ভাড়া দিলেও সেটা খাদ্য বিভাগকে জানাতে হয়। জরিমানা করা দুটি প্রতিষ্ঠান কোন কিছুই খাদ্য বিভাগকে জানায়নি। অভিযানের সময় থ্রি স্টার অটোমেটিক রাইস মিল ও সান ফ্লাওয়ার রাইস মিলে কোনো অসংগতি বা অনিয়ম পাওয়া যায়নি।
Leave a Reply