নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় কিছুতেই কমছে না করোনার ভয়াবহতা। এ মারন ভাইরাস বল্গাহীন ঘোড়ার মত দাপট দেখাচ্ছে শহর থেকে গ্রামে। গতকাল শনিবার জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে আরো ১৯৩ জন মানুষ। এ দিন মারা গেছেন ৫ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার প্রায় ৩২% শতাংশ। জেলার একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগীর ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। বর্তমানে এ হাসপাতালে ২৫০টি আসনের বিপরীতে রোগী ভর্তি আছে ২৭৮ জন। প্রতিদিনই নতুন নতুন রোগী আসছে হাসপাতলে। অক্সিজেনের সংকট রয়েছে সেখানে।
শনিবার কুষ্টিয়া পিসিআর ল্যাব ও র্যাপিড এন্টিজেন টেস্ট মিলিয়ে মোট ৬০৯টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৯৩টি নমুনা পজিটিভ আসে। এদিন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হয়েছে প্রায় ৩২ শতাংশ। এছাড়া ২৪ ঘন্টায় মারা গেছে ৫ জন করোনা রোগী। নতুন রোগীর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ৩৬ জন, কুমারখালী উপজেলায় ৩১ জন, দৌলতপুর উপজেলায় সর্বোচ্চ ৪৬ জন, ভেড়ামারা উপজেলায় ২৭ জন, মিরপুর উপজেলায় ২৩ জন এবং খোকসা উপজেলায় ৩১ জন শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা রোগী শনাক্ত হলো ৮৪৭৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৬৮৯ জন। আর এখনও পর্যন্ত জেলায় করোনায় প্রাণ হারিয়েছেন ২৩০ জন মানুষ। গতকাল করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা শুন্য।
You cannot copy content of this page
Leave a Reply