বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও কুষ্টিয়ার ৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফের সৌজন্যে কুষ্টিয়ায় অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মিত্র ফাউন্ডেশনের আয়োজনে গতকাল সোমবার সকালে কুষ্টিয়া হাউজিংয়ে এ ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা। এসময় আতাউর রহমান বলেন, প্রতিবছরই মিত্র ফাউন্ডেশন ঈদ উপহার দিয়ে থাকেন। আমরা আশা করি এই সংগঠনটি এ ধারা যেন অব্যহত রাখে। ১২শ পরিবার এ উপহার পেয়ে যেমন খুশি আগামীতে যেন এর চেয়ে বেশী মানুষ এ উপহার পায়। মিত্র ফাউন্ডেশনের সভাপতি এম এ মান্নান কাকনের সভাপতিত্বে বিভিন্ন এলাকার প্রায় ১২শ মানুষের মাঝে সেমাই, চিনি, খেজুর, শাড়ি, লুঙ্গি ও সয়াবিন তেল বিতরন করা হয়। এছাড়া ৬৫ জন এতিম মাদ্রাসার ছাত্র ও শিক্ষক এবং মসজিদের ইমাম সাহেবদের ঈদের পানজাবী ও পায়জামা দেওয়া হয় সংগঠনটির পক্ষ থেকে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিত্র ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আব্দুল হান্নান স্বপন, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মীর শওকত আলী বকুল, ৬নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর পিয়ার আলী জুমারত, ৭ নং ওয়ার্ড এর কাউন্সিলর নজরুল ইসলাম নজু। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply