‘সেফ রোড সেফ ড্রিইাভিং’ শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়া জেলায় হাইওয়ে, শহরের ছোট বড় সড়কে চলমান সড়ক দুর্ঘটনায় রোধ কল্পে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এ সময়ের বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় নিয়ে গঠিত গবেষণাধর্মি প্রতিষ্ঠান ‘ রোড সেফটি ফাউন্ডেশন’র কুষ্টিয়া কমিটি গঠনের জন্য কুষ্টিয়া প্রেসক্লাব (আব্দুর রাজ্জাক মিলনায়তনে) গতকাল বিকেলে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। প্রতিষ্ঠানের কেন্দ্রীয় নির্বাহী পরিচালক সাইদুর রহমান এক সংক্ষিপ্ত সফরে কুষ্টিয়ায় আসেন। তার সফরকালে গতকাল কুষ্টিয়ার সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন। এর পর তিনি সিন্ধান্ত গ্রহণ করেন কুষ্টিয়ায় একটি কমিটি গঠনের। এ লক্ষ্যে বিকেলে কুষ্টিয়া প্রেসক্লাব (আব্দুর রাজ্জাক মিলনায়তনে) এক মতবিনিয় সভায় মিলিত হন। রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় কুষ্টিয়ায় হাইওয়ে সড়কের দুরুত্ব, দুপাশের পরিবেশ, ট্রাফিকিং ব্যবস্থা, ভারী, হাল্কা যানবাহনের সংখ্যা, সড়ক দুর্ঘটনার সংখ্যা নিরূপনসহ কমিটির কর্মপরিকল্পনা করতে একটি আহবায়ক কমিটি গঠনের সিন্ধান্ত গ্রহণ করা হয়। অত্যান্ত খোলামেলা আলোচনায় কুষ্টিয়া কমিটি গঠনের জন্য উপস্থিত সকলে সম্মতি প্রদান করেন। এ সময় কুষ্টিয়ার কাগজ’র সম্পাদক নুর আলম দুলাল, শামস্জ্জুামান খান জন ও আবু সোহেল খান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আগামী এক সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় কমিটি কুষ্টিয়ায় আহবায়ক কমিটি প্রকাশ স্বাপেক্ষে এখানকার কর্মকান্ড শুরু করার সিন্ধান্ত শেষে সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন। সংবাদ বিজ্ঞপ্তি
You cannot copy content of this page
Leave a Reply