নিজ সংবাদ \ র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ অভিযানিক দল গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১টার সময় কুষ্টিয়া শহরের এনএস রোডের লাভলী টাওয়ার সংলগ্ন চৌধুরী প্রেসের সামনে পাঁকা রাস্তার উপর” একটি অভিযান পরিচালনা করে। ওই অভিযানে দেশীয় তৈরী ১৭ লিটার চোলাইমদসহ প্রনয় কুমার সাহা (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। প্রনয় কুমার কুষ্টিয়া শহরের আড়–য়াপাড়ার মৃত ক্ষিতিশ চন্দ্র সাহার ছেলে। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত প্রনয় কুমারের বিরুদ্ধে মডেল থানায় মাদক মামলা দায়ের করাসহ থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply