নিজ সংবাদ ॥ র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গতকাল শনিবার বেলা ১টার দিকে কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলার সজিব মেডিকেল হল-এ এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১০০ পাতার ভূয়া প্রেসক্রিপশনসহ মিরাজুল ইসলাম (৫১) নামের এক ভূয়া ডাক্তারকে গ্রেফতার করে। মিরাজুল চৌড়হাস এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে। বেলা পৌনে ৩টার দিকে কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড়স্থ মডার্ণ ডেন্টাল কেয়ার চেম্বার-১ র্যাবের অপর এক অভিযান পরিচালিত হয়। সেখানেও অভিযান চালিয়ে র্যাব সদস্যরা ১০০ পাতার ভূয়া প্রেসক্রিপশনসহ মোঃ কামাল হোসেন (৪৪) নামের আরেক ভূয়া ডাক্তারকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত কামাল হোসেন শহরের ১ম বিবি লেন আড়–য়াপাড়ার মৃত রহিম বক্সের ছেলে। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত মিরাজুল ইসলাম ও কামাল হোসেনের বিরুদ্ধে বিডিএমসিতে নিবন্ধন না করে নিজের নামের পূর্বে ডাক্তার ব্যবহার করে এবং প্রতারণার আশ্রয় নিয়ে ইচ্ছাকৃতভাবে নিজেকে একজন স্বীকৃত মেডিকেল চিকিৎসক হিসেবে রোগীকে চিকিৎসা প্রদান করে যা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২২(২)/২৮(১) ধারার অপরাধ করেছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মডেল থানা সোপর্দ করা হয়েছে।
Leave a Reply