নিজ সংবাদ ॥ র্যাব-১২, সিপিসি-১, কুষ্টয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ অভিযানিক দল গত ৩ জুলাই শনিবার রাত ৮টার দিকে কুষ্টিয়া শহরের কলেজ মোড়ে পপুলার ডায়াগনষ্টিক সেন্টারের সামনে পাকা রস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে। ওই অভিযানে ২৭ পিচ পেথিডিন ইঞ্জেকশন মোঃ শাহাদাৎ হোসেন (৫২), পিতা-মৃত-আব্দুল জলিল হাওলাদার, সাং-বেতকা, থানা- কাউখালী, জেলা-পিরোজপুর, বর্তমান সাং-কুষ্টিয়া সরকারী কলেজ মাঠের সামনে ঈদগাঁপাড়া জনৈক আব্দুস সাত্তারের বাড়ীর ভাড়াটিয়া ও মোঃ মিরাজ আলী (৩৮), পিতা-মৃত তফেল উদ্দিন শেখ, সাং-খররা, উভয় থানা-সদর, জেলা-কুষ্টিয়াদ্বয়কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে তাদের কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply