নিজ সংবাদ ॥ র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ অভিযানিক দল বুধবার রাত সাড়ে ১০টার সময় কুষ্টিয়া সরকারী কলেজের মেইন গেইটের সামনে পাকা রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৫০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শাকি রেজোয়ান (২৪) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শাকি দৌলতপুর উপজেলা দড়িপাড়ার মেহেরুল ইসলামের ছেলে। বর্তমানে শহরের কোটপাড়া সনো টাওয়ার-২ এর পিছনে ভাড়া বাড়িতে বসবাস করে। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত সাকির বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে তাকে মডেল থানায় সোপর্দ করা হয়েছে।