নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় করোনা সংক্রমনের মাত্রা কিছুতেই বাগে আসছেনা, ক্রমশ বেড়েই চলেছে। গতকাল শুক্রবারও আক্রান্তের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। এদিন নতুন করে আরো ১১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এসময়ে মারা গেছে ১ জন রোগী। গতকাল শুক্রবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পিসিআর ল্যাবে মোট ৩৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১১২টি নমুনা পজিটিভ হয়। পরীক্ষার বিপরীতে আক্রান্তের হার প্রায় ৩০ শতাংশ। নতুন শনাক্ত হওয়ার রোগীর মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ৭৫ জন, কুমারখালী উপজেলায় ১৬ জন, মিরপুর উপজেলায় ৪ জন, দৌলতপুরে ৫ জন, খোকসা উপজেলায় ৪ জন ও ভেড়ামারা উপজেলায় ৮ জন রোগী শনাক্ত হয়েছে। এদিন আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন ১ জন। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬১৭৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৯৬৯ জন মানুষ। এখন পর্যন্ত মারা গেছেন জন ১৪১ জন মানুষ।
You cannot copy content of this page
Leave a Reply