নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় করোনায় রোগী শনাক্তের সংখ্যা সব রেকর্ড ছাড়ালো একদিনে জেলায় ১৯৫ জন মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছে ৫ জন মানুষ। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার প্রায় ৩৩ শতাংশ। গতকাল শনিবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাব মোট ৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া র্যাপিড এন্টিজেন টেস্ট হয় ৪৭৮টি। এরমধ্যে ১৯৫টি নমুনা পজিটিভ আসে। এ পর্যন্ত জেলায় এটাই একদিনে সর্বোচ্চ করোনার রোগী শনাক্ত সংখ্যা। পরীক্ষার বিপরীতে সোনার হার প্রায় ৩৩ শতাংশ। এদিন করোনা আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন ৫ জন।
নতুন রোগীর মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ৬৩ জন, কুমারখালী উপজেলায় ৩৬ জন, দৌলতপুর উপজেলায় ২৪ জন, ভেড়ামারা উপজেলায় ২৯ জন, মিরপুর উপজেলায় ২২ জন এবং খোকসা উপজেলায় ২১ জন শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭১৮৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫২৮০ জন। আর মারা গেছেন ১৮৫ জন মানুষ।