নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় যেনো রেকর্ড ভাঙার খেলায় মেতেছে মারণ ভাইরাস করোনা। এবার একদিনে জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৩২৪ জন। এদিন মারা গেছে ৯ জন মানুষ।
গতকাল বুধবার কুষ্টিয়া পিসিআর ল্যাব ও র্যাপিড এন্টিজেন টেস্ট মিলিয়ে মোট ৮৩০টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩২৪ টি নমুনা পজিটিভ আসে। এটাই করোনা শুরুর পর থেকে একদিনে সর্বোচ্চ আক্রান্ত কুষ্টিয়া জেলায়। এদিন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হয়েছ ৩৯ শতাংশ। এছাড়া ২৪ ঘন্টায় মারা গেছেন ৯ জন করোনা রোগী। নতুন রোগীর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় সর্বোচ্চ ১১৩ জন, কুমারখালী উপজেলায় ৫৪ জন, দৌলতপুর উপজেলায় ৪৯, ভেড়ামারা উপজেলায় ৫২ জন, মিরপুর উপজেলায় ৩৩ জন এবং খোকসা উপজেলায় ২৩ জন শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা রোগী শনাক্ত হলো ৮০৫০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৫৫৩ জন। আর এখনও পর্যন্ত জেলায় করোনায় প্রায় হারিয়েছেন ২১১ জন মানুষ।
You cannot copy content of this page
Leave a Reply