নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় সরকারি ভাবে মিল মালিকদের নিকট থেকে বোরো মৌসুমের চাল সংগ্রহ শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় জগতি খাদ্য গুদামে এক অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন কুমার মজুমদার একটি ভার্চুয়াল সভায় সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম তাহসিনুল হক, বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ, কুষ্টিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র মতিয়ার রহমান মজুন, জেলা চালকল মালিক সমিতির সভাপতি আব্দুস সামাদসহ অন্যরা। এ সময় ফিতা কেটে চাল সংগ্রহ শুরু করা হয়। জেলায় এবার বোরো মৌসুমে প্রায় ২৬ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। সরকারি দর নির্ধারন করা হয়েছে প্রতিকেজি ৪০ টাকা।
You cannot copy content of this page
Leave a Reply