নিজ সংবাদ ॥ কুষ্টিয়া শহরের নিশান মোড় এলাকায় এক সাংবাদিককে ছুরিকাঘাত করায় গুরুতর আহত হয়েছেন। হামলায় ওই সাংবাদিকের পিঠে জখম হয়েছে। তাঁর শরীরে ৩৩টি সেলাই দিয়েছেন চিকিৎসকরা। হামলার শিকার শহীদুল ইসলাম ওরফে মিঠু (৪২) কুষ্টিয়া থেকে প্রকাশিত সময়ের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার। গতকাল বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া শহরের নিশান মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত সাংবাদিক শহীদুল ইসলামকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ১০নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। কোন বেড না পাওয়ায় তাকে বারান্দার মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুপুরে গিয়ে দেখা যায়, তাঁর পিঠে ব্যান্ডেজ করা। উপুড় হয়ে শুয়ে আছেন। হামলার শিকার সাংবাদিক শহীদুল ইসলামের ভাষ্যমতে, বৃহস্পতিবার সকালে নিজের পিকআপ ভ্যান চালিয়ে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে হরিশংকরপুর এলাকায় সাইড দেওয়াকে কেন্দ্র করে রানা নামের একজনের সাথে তাঁর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রানা তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং দেখে নেওয়ার হুমকি দেয়। এ সময় তিনি দবির মোল্লা রেলগেট এলাকায় পৌঁছালে রানা ও তার সহযোগীরা ভ্যানটির গতিরোধ করে। দ্রুত সেখান থেকে নিশানমোড় এলাকায় চলে যায়। এসময় তারা পেছন থেকে এসে তাঁর ওপর হামলা চালায়। শরীরে পিঠসহ কয়েক জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। যাবার আগে তারা একটি মোটরসাইকেল ফেলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। হামলার বিষয়ে সময়ের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নূরুন্নবী বাবু বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু এক বিবৃতিতে সাংবাদিক শহীদুল ইসলামের ওপর এই হামলাকে ন্যাক্কারজনক বলে উল্লেখ করে দ্রুত হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন খান বলেন- পুলিশ হামলায় ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে। জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে। থানায় মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
You cannot copy content of this page
Leave a Reply