নিজ সংবাদ ॥ ১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবিতে সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর পতাকা মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট গবেষক ও লেখক এ্যাডঃ লালিম হক, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ডঃ শহিদুর রহমান, কুষ্টিয়া আবৃত্তি পরিষদের সভাপতি আলম আরা জুঁই, সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব কারশেদ আলম, বীরমুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম মুকলু, বীরমুক্তিযোদ্ধা মজিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক বুলবুল, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কনক চৌধুরী, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব আহাম্মদ আলী, কুষ্টিয়া জেলা ওয়ার্কাস পাটির সাধারণ সম্পাদক কমরেড হাফিজ সরকার, কুষ্টিয়া জেলা জাসদের দপ্তর সম্পাদক এ্যাডঃ জয়দেব কুমার বিশ্বাস, কবি দিলশাদ বেগম, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক সুনিল কুমার চক্রবর্তী,সাংবাদিক হাসান আলী, সাংবাদিক সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক শরিফ বিশ্বাস, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান এস এম হাসিবুর রশীদ, সাংবাদিক ও সমাজসেবক প্রিতম মজুমদার, শ্রমিক নেতা আবদুল কুদ্দুস, এসারুল ইসলাম, যুবনেতা মাহাবুব হাসান,সাবেক ছাত্রনেতা সুমন আলী সহ স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ। বক্তাগণ বিজয়ের মাসের প্রথম দিনকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার জন্য সরকার ও সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট দাবি জানান।