নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় স্বাস্থ্যবিধি মানাতে একটানা ২৬ দিন ধরে কঠোর বিধিনিষেধ চলমান থাকলেও করোনা পরিস্থিতির কোন উন্নতি হচ্ছে না, বরং দিন দিন তা ভয়ংকর রূপ নিয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ১০ জন করোনা রোগী ও করোনার উপসর্গ নিয়ে ৭ জনসহ মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় আরো ২২০ জনের করোনা শনাক্ত হয়েছে। ৭৯২ জনের নমুনা পরীক্ষায় ফলাফল এসেছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার প্রায় ২৮ শতাংশ। নতুন শনাক্ত হওয়ার রোগির মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ৮৩ জন, কুমারখালী উপজেলায় ২৬ জন, দৌলতপুর উপজেলায় ৫৯ জন, মিরপুর উপজেলা ১১ জন, ভেড়ামারা উপজেলায় ৩৪ জন ও খোকসা উপজেলায় ৭ জন শনাক্ত হয়েছে।
এদিকে, গত ৭ দিনে কুষ্টিয়ায় ১৬১৫ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তাপস কুমার সরকার।
তিনি আরও জানান, এই ৭ দিনে ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনায় ২৯৬ জনের মৃত্যু হলো। করোনা ডেটেকিডেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ২শ’ বেডে করোনা ও এর উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২৮৯ জন রোগী। এর মধ্যে ২০২ জন করোনা আক্রান্ত রোগী। প্রায় ৭০ শতাংশ রোগীদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে। এদিকে, চলমান লকডাউন বাস্তবায়নে চেকপোস্ট আছে, সেখানে পুলিশও আছে, কিন্তু মানুষ তেমন কোন বাধা ছাড়াই চলাচল করছে। বাইরে বের হওয়া অধিকাংশ মানুষরা স্বাস্থ্যবিধি মানছেনা।
You cannot copy content of this page
Leave a Reply