নিজ সংবাদ ॥ ‘দশ দিকেতে পড়বো লুটে’ প্রতিপাদ্যে কুষ্টিয়ায় দিনব্যাপী হ্যালো বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের শিশু সাংবাদিকতার ফলোআপ ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় শহরের চিলিস ফুডপার্ক সেমিনার কক্ষে ইউনিসেফের শিশু সহায়ক উদ্যোগ বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের আয়োজনে এই কর্মশালার সমন্বয় করেন বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম কুষ্টিয়ার প্রতিনিধি হাসান আলী। এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখ, কুষ্টিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এম নিটন-উজ-জামান, বিটিভি কুষ্টিয়া জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম প্রমুখ। কর্মশালাটির প্রশিক্ষক হিসেবে শিশুদের সাথে সাংবাদিকতার টুকিটাকি নানা বিষয়াদি নিয়ে দিন পার করেন আল হাসান রাকিব। উল্লেখ্য গত ২১ থেকে ২২ নভেম্বর শহরের খেয়া রেস্তোরায় দুইদনিব্যাপী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ শিক্ষার্থীদের প্রথম দফায় হ্যালো বিডি নিউজের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছিলো। ওই কর্মশালায় অংগ্রহনকারী ২০জনের মধ্য থেকে বাছায় করে ১০ শিক্ষার্থীকে এই ফলোআপ কর্মশালায় অংশ নেয়ার জন্য নির্বাচন করা হয়। এদের মধ্যে আগামীতে যারা গ্রুফ এ্যাক্টিভ থাকবে তাদের নিয়ে আরও একবার ফলোআপ কর্মশালার আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই কর্মশালার মূল লক্ষ্য হলো শিশুরাই হোক শিশুদের মুখোপাত্র।