নিজ সংবাদ ॥ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আগামী ৫ জুন থেকে শুরু হয়ে ১৯জুন পর্যন্ত চলবে। এবার কুষ্টিয়া জেলার ৬টি উপজেলা ও ৫টি পৌর এলাকার ১৫৬৬ কেন্দ্রে ২লাখ ৩৪হাজার ৫৬১জন শিশুকে টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। জেলার ভিটামিন ‘এ’ কার্যক্রম সফল করার জন্য জেলার সাংবাদিকেদের সহযোগিতা কামনা করেছেন সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ভিটামিন ‘এ’ কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভায় সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার, কুষ্টিয়া প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুবুর রহমান, কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য সচিব, দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক ও চ্যানেল আই প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলু।
সভায় জানানো হয় এবার জেলার স্থায়ী ক্যাম্প রয়েছে ৬টি। অস্থায়ী ক্যাম্প ১৫৬০টি। টিকা কার্যক্রমে অংশ নেয়া স্বেচ্ছাসেবকের সংখ্যা ২৬৮৪জন। এবার জেলায় ৬-১১মাস বয়সী শিশূর সংখ্যা ২৬হাজার ৬৩৯জন। ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ২লাখ ৭হাজার ৯২২জন। সিভিল সার্জন সাংবাদিকদের নানান ভিটামিন ‘এ’ কার্যক্রম একদিনেই শেষ করা হয় কিন্ত বৈশ্বিক কারোনার কারনে ৫জুন থেকে শুরু হয়ে ১৯জুন পর্যন্ত এ কার্যক্রম চলবে। নির্ধারিত এই সময়ের মধ্যে সকলকে নির্ধারিত টিকাদান ক্যাম্পে যেয়ে টিকা খাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। সিভিল সার্জন বলেন- ভিটামিন ‘এ’ টিকা খাওয়ার ব্যাপারে মানুষের আগ্রহ বেড়েছে। মানুষেরা স্বতস্ফুর্তভাবে শিশুদের টিকা খাওয়ানের কাজটি করে থাকেন। তিনি বলেন, এ টিকা তেমন পাশ্বপ্রতিক্রিয়া নেই। তাই শিশুদের খাওয়ানোর ব্যাপারে অভিভাবকদের আগ্রহ প্রশংসাযোগ্য।
তিনি আরো বলেন- আমাদের উদ্দেশ্য কোন ভাবেই যেন একটি শিশুও ভিটামিন “ এ” প্লাস ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে।
তিনি সাংবাদিকদের এ বিষয়ে সহযোগিতার আহবান জানান।
সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন ডাঃ জাকিরুল হাসান। ওরিয়েণ্টশন কর্মশালাটি পরিচালনা করেন ডাঃ নাজমুল মুনির। ওরিয়েন্টশন কর্মশালায় উপস্থিত ছিলেন দৈনিক মাটির ডাক প্রত্রিকার সম্পাদক লুৎফর রহমান কুমার, দৈনিক ইত্তেফাক পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদী হাসান, দৈনিক সময়ের কাগজ পত্রিকার সম্পাদক নুরুন্নবী বাবু, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস, বাংলা টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি এম লিটন উজ জামান, দৈনিক নয়া দিগন্তের কুষ্টিয়া জেলা প্রতিনিধি নুরুল কাদের, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মিজানুর রহমান লাকী, দৈনিক আজকের সুত্রপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক আক্তার হোসেন ফিরোজ, দৈনিক মাটির পৃথিবী পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম.এ.জিহাদ, দৈনিক সুত্রপাতের সম্পাদক মোকাদ্দেস হোসেন সেলিম, দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক দেবাশীস দত্ত, ডালিয়া পারভিন, দেশ টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি নিজাম উদ্দিন, বাংলাভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি হাসান আলী, একুশে টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, দৈনিক মানব জমিন পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি দেলোয়ার মানিক, কুষ্টিয়ার কাগজের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান হাবিব।
You cannot copy content of this page
Leave a Reply