1. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু, আক্রান্ত ২৭৭

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১১ জুলাই, ২০২১

 

 

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৮জন মারা গেছে। এর মধ্যে ১৩ জন করোনা পজেটিভ ও ৫ জন উপসর্গ নিয়ে মারা গেছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগের দিন অর্থাৎ শনিবার করোনা ও উপসর্গ নিয়ে মারা যায় ২১জন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার বলেন, রোগীর চাপ প্রতিদিন বাড়ছে। সুস্থতার চেয়ে ভর্তি হচ্ছে তার চেয়ে দুই  থেকে তিনগুন। যারা আসছে তাদের বেশির ভাগেরই অবস্থা খারাপ। এ কারনে মৃত্যু কমছে না। এদিকে গত ২৪ ঘন্টায় ১০২৭ টি নমুনা পরীক্ষায় সনাক্ত হয়েছে ২৭৭ জন। সনাক্তের হার ২৬.৯৭ শতাংশ। এর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ১২৬ জন, কুমারখালী উপজেলায়৭২ জন, দৌলতপুর উপজেলায় ৪১ জন, মিরপুর উপজেলায় ২৩ জন,  ভেড়ামারা উপজেলায় ৮ জন ও খোকসা উপজেলায় ৭ জন রোগী শনাক্ত হয়েছে। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৩৬জন। সবমিলিয়ে ২০০ শয্যার বিপরিতে  রোগী ভর্তি আছে ২৬৬জন। একদিনে সুস্থ হয়েছে ১৫১জন। আক্রান্তের হার সদর উপজেলায় সব থেকে বেশি। আর কম আক্রান্ত কম খোকসা উপজেলায়। মৃত্যুও বেশি সদর উপজেলায়। অদ্যবদি মারা গেছে ৩৪৬জন।

এদিকে করোনার টিকা কেন্দ্রে ব্যাপক ভীড় লক্ষ্য করা গেছে। মানুষের চাপের কারনে টিকা কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। আগে হাসপাতাল সংলগ্ন আরপিটিআই কার্যালয়ে দেওয়া হলে কেন্দ্র পাশেই কলকাকলি স্কুল মাঠে সরিয়ে নেয়া হয়েছে।  সেখানে টিকা নিতে শতশত মানুষ লাইন ধরেছে। সড়ক পর্যন্ত চলে এসেছে লাইন।

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com