বিশেষ প্রতিনিধি ॥ ফুটফুটে আয়েশা। বয়স মাত্র ৫ মাস। বৃহস্পতিবার সকালে মায়ের কোলে চড়ে এসেছিলেন করোনার নমুনা পরীক্ষা করাতে। কুষ্টিয়া সদর উপজেলার পরিষদে এসে র্যাপিড এ্যান্টিজেন টেষ্ট করোনা হয় আয়েশাকে। পরে রেজাল্ট আসে পজেটিভ। আয়েশার পরিবারের ৭ সদস্য করোনায় আক্রান্ত। তার দাদা-দাদি, চাচা, বাবা-মা ও ছোট ভাইসহ ৭ জন করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। সর্বশেষ যোগ হলো আয়েশা। তার শরীরে সামান্য জ্বর ছাড়া আর তেমন কোন লক্ষন নেই।
সদর উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য অফিসের চিকিৎসক ইনজামুল হক বলেন, বৃহস্পতিবার ৫ মাসের আয়েশার করোনা পরীক্ষা করানো হয়। তাতে পজেটিভ আসে। তবে তার তেমন কোন উপসর্গ ছিলো না। জ্বর আছে শরীরে। তার বাড়ির আরো ৭জন করোনা আক্রান্ত।
আয়েশাদের বাড়ি কুষ্টিয়া শহরের আড়–য়াপাড়ার ৭৫ আমিনুল হক বাদশা সড়কে।
সদর উপজেলায় প্রতিদিন র্যাপিড অ্যান্টিজেন টেষ্ট করানো হয়েছে। সেখানে ইনচার্জ হিসেবে কাজ করছেন সেলিনা আক্তার চম্পা। তিনি বলেন, আয়েশার বাবা-মা ও ভাইসহ ৭জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। আয়েশার পরীক্ষা করানো হয়। তার পজেটিভ এসেছে। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।
করোনা স্বেচ্ছাসেবক টিমের শহরের প্রধান ছাত্রলীগ নেতা হাসিব কোরাইশী বলেন, আয়েশাকে নিয়ে আসা হলে আমাদের স্বেচ্ছাসেবকরা সাহায্য করে। দ্রুত তার পরীক্ষার ব্যবস্থা করা হয়। ফুটফুটে আয়েশার করোনা পজেটিভ আসে। এতে আমাদের মন খারাপ হয়ে যায়। তবে সে ভালো আছে আল্লাহর রহমতে। পরিবারের অন্যদের থেকে সে আক্রান্ত হয়ে বলে মনে হচ্ছে।
আয়েশার চাচা হাফিজুর রহমান বলেন- বুধবার আমাদের পরিবারের ৭ সদস্যের করোনা পজেটিভ আসে। পরের দিন বৃহস্পতিবার আশেয়ার পরীক্ষা করানো হয়। তারও পজেটিভ আসে। তবে সে বাড়িতে আছে। তার এখন উপসর্গ নেই। জ্বর ছিল তাও চলে গেছে। সে খাওয়া-দাওয়া করছে। খেলাধুলা করছে বিছানায় শুয়ে। তার জন্য দোয়া চান চাচা। পরিবারের অন্যরাও ভালো আছে বলে জানান তিনি। ’
You cannot copy content of this page
Leave a Reply