নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় করোনাকালের ভয়াল থাবার মধ্যে হঠাৎ করেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালের (করোনা হাসপাতাল) আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকারের বদলী আদেশ হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসন শেখ মোহাম্মদ হাসান ইমাম স্বাক্ষরিত আদেশে এ প্রজ্ঞাপন জারি হয়। জানতে চাইলে হাসপাতালের তত্বাবধায়ক আবদুল মোমেন প্রজ্ঞাপন আদেশের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে আরএমও হিসাবে বদলী করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে যোগদান করতে বলা হয়েছে। এদিকে আদেশের বিষয়টি জানাজানি হলে হাসপাতালের চিকিৎসক-নার্স, তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। তারা বলছেন, বর্তমানে জেলায় করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ। হাসপাতালে করোনার ২০০ শয্যার বিপরীতে ৩০০ রোগী ভর্তি। এত রোগী সেবা দিতে চিকিৎসক ও নার্সেরা চরম হিমশিম পোাহাচ্ছে। এই করোনাকালে আরএমওর তাপস কুমার সরকার দিনরাত ২৪ ঘন্টা সবাইকে সাথে নিয়ে করোনা মোকাবেলা করে যাচ্ছেন। ঠিক এই সময়ে তাকে বদলী করে হাসপাতাল ব্যবস্থাপনা ভেঙে পড়বে। এতে চরম ক্ষতি হবার সম্ভাবনা দেখা দিতে পারে। অনতিবিলম্বে তার বদলী আদেশ প্রত্যাহার করার দাবি জানান। অন্যদিকে তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কয়েকজন কর্মচারী নামপ্রকাশ না করার শর্তে বলেন, সোমবার সকালে তারা সিদ্ধান্ত নেবেন। প্রয়োজনে কর্মবিরতিতেও যেতে পারেন। যেভাবেই হোক আরএমওকে এই হাসপাতালে রাখতে হবে। কুষ্টিয়া শহরের সচেতন কয়েকজন ব্যক্তিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আরএমও’র বদলী আদেশ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন।
শরীফ বিশ^াস নামে একজন লিখেছেন, ‘আরএমও তাপস কুমার সরকারের বদলী কুষ্টিয়ায় কোভিড চিকিৎসায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’