নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় চলতি বছরের বোরো চাল সংগ্রহ শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে সদর এলএসডিতে বোরো সংগ্রহের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা খাদ্য কর্মকর্তা সুবীর কুমার নাথ, বড়বাজার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দীন, চালকল মালিক সমিতির সভাপতি আব্দুস সামাদ, সাধারন সম্পাদক জয়নাল আবেদিন অন্য অংশের সভাপকি মফিজ উদ্দিন প্রমুখ।
এবার সকার প্রতিকেজি চালের দাম নির্ধারন করেছে ৪০ টাকা আর ধান প্রতিকেজি ২৭ টাকা। জেলায় এ বছর চাল সংগ্রহ করা হবে প্রায় ৩৬ হাজার মেট্রিক টন। এর মধ্যে সদর উপজেলাতেই সংগ্রহ হবে প্রায় ৩২ হাজার মেট্রিক টন। আর সদর এলএসডিতে সংগ্রহ করবে ১৫ হাজার ৫০০ মেট্রিক টন।প্রথম দিনে স্বর্ণা অটো, ফ্রেস এগ্রো ও রশিদ এগ্রো ফুড চাল সরবরাহ করে। এ দিনে প্রায় শতাধিক টন চাল ক্রয় করা হয় সরকারি ভাবে। এ বছর জেলা থেকে প্রায় ৫ শতাধিক মিল সরকারি গোডাউনে চাল সরবরাহ করবে বলে জানা গেছে। বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন এ সময় বলেন, ধান ও চাল ক্রয়ের মধ্যে যেন কোন দালাল সুবিধা নিতে না পারে। সরকারি নির্দেশনা মেনে ধান ওচাল কিনতে হবে। কাউকে কোন হয়রানী করা যাবে না।
Leave a Reply