1. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

কুষ্টিয়া জেলা জুড়ে ৭ দিনের লকডাউন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ জুন, ২০২১

নিজ সংবাদ ॥ করোনা ভাইরাসের ঝুঁকি মোকাবেলায় এবার কুষ্টিয়া জেলা জুড়ে লকডাউন ঘোষণা করেছেন জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাইদুল ইসলাম। এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি গতকাল রবিবার রাত আটটায় তিনি জারি করেন। রোববার রাত বারটা ১ মিনিট থেকে ২৭ জুন মধ্যরাত পর্যন্ত জেলায় এ লকডাউন বহাল থাকবে।
জারি করা গণবিজ্ঞপ্তি মোতাবেক জেলায় সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প-কারখানা, শপিংমল, দোকান, রেস্টুরেন্ট ও চায়ের দোকান বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার ও নিত্য প্রয়োজনীয় (মুদি) পণ্যের দোকান সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। সকল পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে। জেলার অভ্যন্তরে, আন্তজেলা, ও দূরপাল¬ার সকল ধরনের গণপরিবহণ বন্ধ থাকবে। এক্ষেত্রে ইজিবাইক/থ্রি-হুইলারসহ সকল যান্ত্রিক যানবাহন বিধি-নিষেধের আরোপকালীন সময়ে বন্ধ থাকবে। সকল ধরনের সাপ্তাহিক হাট/গরুর হাট বন্ধ থাকবে।
অতি জরুরি প্রয়োজন ব্যতীত (ঔষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কেনা, চিকিৎসাসেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। জরুরি প্রয়োজনে চলাচলকারী সকলকে আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে হবে। আইনশৃঙ্খলা এবং জরুরি পরিষেবা যেমন, কৃষি উপকরণ, খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহণ, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, গণমাধ্য (প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া), বিদ্যুৎ, পানি, জ¦ালানী, ফায়ার সার্ভিস জরুরি পরিষেবার আওতাভুক্ত হবে। এবং তাদের কর্মচারী ও যানবাহন এ নিষেধাজ্ঞার আওতার বর্হিভূত থাকবে। জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাইদুল ইসলাম সকলকে আরোপিত বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দেন। অন্যথায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com