নিজ সংবাদ ॥ করোনা ভাইরাসের ঝুঁকি মোকাবেলায় এবার কুষ্টিয়া জেলা জুড়ে লকডাউন ঘোষণা করেছেন জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাইদুল ইসলাম। এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি গতকাল রবিবার রাত আটটায় তিনি জারি করেন। রোববার রাত বারটা ১ মিনিট থেকে ২৭ জুন মধ্যরাত পর্যন্ত জেলায় এ লকডাউন বহাল থাকবে।
জারি করা গণবিজ্ঞপ্তি মোতাবেক জেলায় সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প-কারখানা, শপিংমল, দোকান, রেস্টুরেন্ট ও চায়ের দোকান বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার ও নিত্য প্রয়োজনীয় (মুদি) পণ্যের দোকান সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। সকল পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে। জেলার অভ্যন্তরে, আন্তজেলা, ও দূরপাল¬ার সকল ধরনের গণপরিবহণ বন্ধ থাকবে। এক্ষেত্রে ইজিবাইক/থ্রি-হুইলারসহ সকল যান্ত্রিক যানবাহন বিধি-নিষেধের আরোপকালীন সময়ে বন্ধ থাকবে। সকল ধরনের সাপ্তাহিক হাট/গরুর হাট বন্ধ থাকবে।
অতি জরুরি প্রয়োজন ব্যতীত (ঔষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কেনা, চিকিৎসাসেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। জরুরি প্রয়োজনে চলাচলকারী সকলকে আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে হবে। আইনশৃঙ্খলা এবং জরুরি পরিষেবা যেমন, কৃষি উপকরণ, খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহণ, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, গণমাধ্য (প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া), বিদ্যুৎ, পানি, জ¦ালানী, ফায়ার সার্ভিস জরুরি পরিষেবার আওতাভুক্ত হবে। এবং তাদের কর্মচারী ও যানবাহন এ নিষেধাজ্ঞার আওতার বর্হিভূত থাকবে। জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাইদুল ইসলাম সকলকে আরোপিত বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দেন। অন্যথায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।