নিজ সংবাদ ॥ কুষ্টিয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কয়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল ইসলাম স্বপনের মা, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইয়াসির আরাফাত তুষারের দাদী ও কয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত জামিল হোসেন বাচ্চুর মাতা হালিম খাতুন (৮৭) এর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামের গোরস্থানে বিকেল তিনটায় নামাজের জানাজা শেষে মরহুমার লাশ দাফন সম্পন্ন হয়। এর আগে বার্ধক্যজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে ঢাকাস্থ এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই রতœগর্ভা মা দীর্ঘদিন ধরে হার্ট ও কিডনি জটিলতায় ভুগছিলেন। হালিমা খাতুন মৃত্যুকালে চার মেয়ে, পাঁচ ছেলে মোট ৯ সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মহিয়সী এই নারীর মৃত্যৃর সংবাদ মুহুর্তের মধ্যে কুষ্টিয়া জেলার সর্বত্র ছড়িয়ে পড়লে এলাকাবাসীসহ স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। সকাল পৌনে ৮টার দিকে ঢাকা থেকে মরহুমার মরদেহ তার নিজ বাড়ী কয়া ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এসে পৌছায়। ওই বাড়ীতে আগে থেকেই শত শত নারী-পুরুষ মরহুমাকে শেষ শ্রদ্বা জানাতে উপস্থিত হয়। মরদেহ পৌছা মাত্রই কান্নার রোল পড়ে যায়। বেলা যত বাড়তে থাকে স্বজন ও শুভাকাঙ্খিদের ভীড়ও ততই বাড়তে থাকে। দুপুর আড়াইটার দিকে বাড়ী থেকে মরহুমার মরদেহ নেয়া হয় বানিয়াপাড়া গোরস্থান ও ঈদগাহ চত্বরে। কয়েক হাজার মানুষের উপস্থিতি নামাজের যানাজা অনুষ্ঠিত হয়। জানাযা পূর্ব মরহুমা হালিম খাতুনের স্মৃতি চারণ ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কয়া ইউনিয়নের কৃতিসন্তান প্রয়াত চেয়ারম্যান জামিল হোসেন বাচ্চুর বন্ধু এ্যাড. নিজামূল হক চুন্নু, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান আতা, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. আমিনুল হক রতন, কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, মরহুমার ছেলে বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল হোসেন লিটু ও কয়া ইউনিয়নের চেয়ারম্যান জেলা যুবলীগ সাধারন সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন প্রমুখ।
মহীয়সী এই নারীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ। এক শোক বার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া জেলা যুবলীগ সাধারন সম্পাদক স্বপনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার বিকেল তিনটায় মরহুমের জানাজায় অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকাবাসী।