কুষ্টিয়া ট্রমা সেন্টার এন্ড স্পেশালাইজ্ড হাসপাতালের সাথে ইবি কর্মকর্তা কুষ্টিয়া পরিষদের স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ ৩ জুলাই সকালে ট্রমা সেন্টারের কনফারেন্সরুমে দ্বিপাক্ষিক এ চুক্তিতে স্বাক্ষর করেন ট্রমা সেন্টারের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল হান্নান এবং ইবি কর্মকর্তা কুষ্টিয়া পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশিদুজ্জামান খান টুটুল। এসময় উপস্থিত ছিলেন ইবি কর্মকর্তা কুষ্টিয়া পরিষদের সভাপতি গোলাম আযম বিশ্বাস পলাশ, কার্যকরী সভাপতি আব্দুল মঈদ বাবুল, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ মাসুদ পারভেজ, যুগ্ম-সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শিমুল, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, অর্থ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ চৌধুরী লিটন প্রমুখ। এ চুক্তির মাধ্যমে ইবি কর্মকর্তা কুষ্টিয়া পরিষদের সকল সদস্য ও তাদের পরিবারবর্গ সাশ্রয় মূল্যে স্বাস্থ্যসেবা গ্রহন করতে পারবেন।
Leave a Reply