নিজ সংবাদ ॥ চলমান লকডাউন বাস্তবায়ন ও যানবাহন নিয়ন্ত্রনের জন্য গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়া শহরের মজমপুর গেট ট্রাফিক অফিস সংলগ্ন মোড়ে জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম পুলিশ কর্র্তৃপক্ষের কাছে ব্যারিকেড হস্তান্তর করে। এ উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাঃ খাইরুল আলম। এ সময় পুলিশ সুপার বৈশ্বিক মহামারি করোনাকালীন সবাইকে সরকার কর্তৃক আরোপিত বিধি নিষেধ প্রতিপালন পূর্বক পুলিশকে সহায়তা করার জন্য আশাবাদ ব্যক্ত করেন। পুলিশ সুপার খাইরুল আলম চলমান লকডাউন ব্যক্তিস্বার্থে নয়, জনগনের কল্যাণের জন্য। সারাদেশে মহামারি করোনা ভাইরাসের সংক্রমন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মহামারি করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সকলকে সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরা, অকারনে বাইরে ঘোরাফেরা না করে সবাই নিজ নিজ ঘরে অবস্থান করে মহামারি করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। ব্যারিকেড হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়া মোঃ আতিকুল ইসলাম ও কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ, সাব্বিরুল আলম, অফিসার ইনচার্জ ডিবি, টিআই সদর ট্রাফিকসহ অন্যান্য অফিসার ও ফোর্স।