নিজ সংবাদ ॥ গতকাল বুধবার ২২ শে মার্চ রবীন্দ্রনাথ ঠাকুর ফাউন্ডেশনের উদ্যোগে কুষ্টিয়া পৌরসভার মজিবর রহমান মিলনায়তে সন্ধা ৬টার সময় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় নাগরিক সহ দুই জনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত ব্যাক্তিরা হলো ঢাকা বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ও গবেষক সৈয়দ আকরাম হোসেন এবং ভারতের মেদিনীপুর জেলার ড. ছন্দা ঘোষাল । বাংলা ভাষা নিয়ে দীর্ঘদিন গবেষনা এবং বাংলা ভাষাকে বিশ^ দরবারে তুলে ধরার জন্য এই দুই জনকে সম্মাননা প্রদান করা বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয় । রবীন্দ্রনাথ ঠাকুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দা হাবিবা’র সঞ্চালনায় কুষ্টিয়া আইনজীবি সমিতির সভাপতি নুরুল ইসলাম দুলাল’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক ও গবেষক এ্যাডভোকেট লালিম হক, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার রায়, প্রফেসর ড. শহিদুর রহমান (ডিন বাংলা বিভাগ রবীন্দ্র মৈত্রী বিশ^বিদ্যালয়, প্রফেসর সারোয়ার মোর্শেদ রতন (বাংলা বিভাগ ইসলামী বিশ^বিদ্যায়) সহ রবীন্দ্র ফাউন্ডেশনের সদস্য বৃন্দ এবং গণ্যমান্য ব্যাক্তিবর্গ । এছাড়াও অনুষ্ঠানে সৈয়দ আকরম হোসেন এর জিবনী পাঠ করেন মাহমুদ হাফিজ এবং ড. ছন্দা ঘোষাল এর জীবনি কনক চৌধুরী । অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন কোলকাতা থেকে আগত রবীন্দ্র সংগীত শিল্পী অর্নব রায় । এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর ফাউন্ডেশন সম্মাননা ২০২৩ এ নির্মল পাল’র পাঠানো বার্তা পাঠ করেন ইঞ্জিনিয়ার আফিয়া অঞ্জলী । অনুষ্ঠানের সভাপতি কুষ্টিয়া আইনজীবি সমিতির সভাপতি নুরুল ইসলাম দুলাল’র হতে থেকে সম্মননা স্মারক, ক্রেস্ট এবং সম্মনানার অর্থ গ্রহণ করেন সৈয়দ আকরাম হোসেন এবং ড. ছন্দা ঘোষাল । উল্লেখ্য শারীরিক ভাবে অসুস্থ থাকার কারণে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন নাই ।
You cannot copy content of this page
Leave a Reply