নিজ সংবাদ ॥ মানব কল্যাণমুখি সংগঠন কুষ্টিয়া উদিবাড়ি মানব কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে উদিবাড়ি হলদারপাড়া মোড়ে এলাকার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে এ ঈদ উপহার (খাদ্য দ্রব্য সামগ্রী) বিতরণ করা হয়। বিতরণ পূর্বে কুষ্টিয়া পৌরসভার ১৮নং ওয়ার্ড কাউন্সিলর ও উদিবাড়ি মানব কল্যাণ সংস্থার সভাপতি মোঃ শাহ্ জালালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক আন্দোলনের বাজারের সম্পাদক ও চ্যানেল আই কুষ্টিয়া জেলা প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলু। সভায় বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের সহকারী রেজিস্ট্রার ও দৈনিক খবর’র কুষ্টিয়া জেলা প্রতিনিধি মোঃ রাশিদুজ্জামান খান (টুটুল) এবং সমাজসেবক মোসিদুল হক (মুকুল)। উদিবাড়ি মানব কল্যাণ সংস্থার অর্থ সম্পাদক রাতুল হাসানের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক নরোত্তম রাজবংশী, উদিবাড়ি মানব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সোহান হোসেন, যুগ্ম-সম্পাদক রাকিবুল ইসলাম, মোমিনুল হক ও শহিদুল ইসলাম (মুকুল) প্রমুখ। সভা শেষে এলাকার দরিদ্র ও অসহায় পরিবারের হাতে এ ঈদ উপহার (খাদ্য দ্রব্য সামগ্রী) তুলে দেন অতিথিবৃন্দ। উল্লেখ্য কাউন্সিলর শাহ্ জালালের নেতৃত্বে সম্প্রতি কুষ্টিয়া উদিবাড়ির কিছু যুবক “উদিবাড়ি মানব কল্যাণ সংস্থা” প্রতিষ্ঠা করে রক্তদান কর্মসূচিসহ সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে চলেছে।
You cannot copy content of this page
Leave a Reply