নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় করোনা সংক্রমনের ঊর্ধ্বগতির কারণে কুষ্টিয়া পৌএলাকায় কঠোর বিধিনিষেধের মেয়াদ আরও ৭ দিন বাড়ানো হয়েছে। গত ১১ জুন রাত ১২টা ১ মিনিট হতে সাত দিনের কঠোর বিধি নিষেধ জারী করা হয়। প্রথম দফায় এই কঠোর বিধি নিষেধ চলাকালে করোনা সংক্রমণ আরো বৃদ্ধি পায়। এ কারণে জেলা করোনা প্রতিরোধ কমিটির সুপারিশে দ্বিতীয় দফায় আরো সাত দিনের ‘কঠোর বিধিনিষেধ’ আরোপ করেন জেলা ম্যাজিষ্টেট।
গতকাল শুক্রবার কুষ্টিয়ার জেলা প্রশাসকের দপ্তর থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাইদুল ইসলাম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয় করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমনের ফলে সৃষ্ঠ বর্তমান পরিস্থিতি বিবেচনায় এবং জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি গত ১৭ জুন এক জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক ১৮ জুন রাত ১২টা ১ মিনিট থেকে আগামী ২৫ জুন রাত ১২টা পর্যন্ত কুষ্টিয়া পৌর এলাকায় কঠোর বিধিনিষেধ বলবৎ থাকবে। গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল, দোকান, রেষ্টুরেন্ট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, বিনোদন কেন্দ্র, জন্মদিন, বিবাহোত্তর, পিকনিক পার্টি, রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠানসহ সকল প্রকার জনসমাবেশ বন্ধ থাকবে। কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান সকাল ৮ টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। এই বিধিনিষেধে সকল ধরনের যানচলাচল বন্ধ থাকবে। অতিজরুরী প্রয়োজনে মাস্ক ব্যতীত কোনভাবেই বাড়ীর বাইরে বের হওয়া যাবে না। শুধুমাত্র জরুরী সরকারী নির্মান কাজ স্বাস্থ্যবিধি অনুসরন করে চলমান থাকবে এবং এ সংক্রান্ত পণ্যবিধিনিষেধের আওতামুক্ত থাকবে। এছাড়াও চিকিৎসাসেবা,
মৃত দেহ দাফন, টিকা কার্ড প্রদর্শন সাপেপেক্ষ টিকা গ্রহণ, ঔষধ ফার্মেসী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ সরকারী কাজে ব্যবহৃত পরিসেবার যানবাহন এ বিধিনিষেধের আওতামুক্ত থাকবে। পূর্বের ন্যায় শিল্প কারখানা সমুহ স্বাস্থ্যবিধি অনুসরন পূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। তবে শ্রমিকদের স্ব-স্ব প্রতিষ্ঠান কর্তৃক নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় আনা নেওয়া নিশ্চিত করতে হবে। এই বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলার জন্য এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। এদিকে সরেজমিনে দেখা গেছে গতকাল শুক্রবার বিকেল থেকেই পুলিশ প্রশাসন পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে কঠোরভাবে দায়িত্ব পালন করছেন। কুষ্টিয়া শহরের মজমপুর গেটসহ বেশ কয়েকটি এলাকার দোকানে জরিমানা করতে দেখা যায়। গত শুক্রবার রাত বারোটা থেকে প্রথম দফায় ৭ দিনের জন্য কুষ্টিয়া পৌর এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।
Leave a Reply