নিজ সংবাদ ॥ র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ অভিযানিক দল গতকাল দুপুর দেড়টায় কুষ্টিয়া শহরের মহাশ^শান ঘাট পূর্ব মিলপাড়াস্থ জনৈক তানজিলের বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১ গ্রাম হেরোইনসহ আলমগীর মন্ডল (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। সে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়া মন্ডলপাড়ার মৃত কিতাব মন্ডলের ছেলে। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে মডেল থানায় সোপর্দ করা হয়েছে।