এশীয় উন্নয়ন ব্যাংকের আওতায় তৃতীয় নগর পরিচালন উন্নতিকরণ প্রকল্পের অধীনে কুষ্টিয়া পৌর এলাকায় ১৩টি পানির পাম্প স্থাপিত হয়েছে। এর মধ্যে গতকাল ৫টি পাম্প এর শুভ উদ্বোধন করেছেন কুষ্টিয়া পৌরসভার জননন্দিত মেয়র জননেতা আনোয়ার আলী। বর্তমানে পানির খড়া মৌসুম এজন্য পৌরবাসীর পানির ভোগান্তি লাঘবের জন্য এই ৫টি পাম্প চালু করা হল। এছাড়াও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হল। এজন্য নিন্মেবর্ণিত সময়সূচী অনুযায়ী দিনে চার বার পানি দেওয়া হবে শেষ রাত্রী ৩.০০টা থেকে ৪.০০টা পর্যন্ত সকাল ৭.৩০ মিনিট থেকে ৯.০০টা পর্যন্ত দুপুর ১২.০০টা থেকে ২.০০টা পর্যন্ত এবং বিকেল ৫.৩০মিনিট থেকে ৭.০০টা পর্যন্ত প্রতিদিন মোট ৪বার ৬ঘন্টা পানি সাপ্লাই দেওয়া হবে। এবং যে পাঁচটি পানির পাম্প চালু করা হল তা হল রেনউইক পাম্প, ডঃ কুদরত-ই খোদা সড়ক পাম্প, কুঠিপাড়া পাম্প, ডঃ রাধা বিনোদ সড়ক পাম্প, চৌড়হাস কলোনী পাম্প। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply