নিজ সংবাদ ॥ কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এসএম ওমর ফারুক আর আমাদের মাঝে নেই। তিনি গতকাল শনিবার সকাল ৮টায় ঢাকাস্থ হলি ফ্যামিলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার মৃত্যুর সংবাদে কুষ্টিয়া জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দে মাঝে শোকের ছায়া নেমে আসে। গতকাল শনিবার বাদ আছর কুষ্টিয়া পৌর গোরস্থানে বিএনপি নেতা ওমর ফারুকের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমের জীবনের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, যুগ্ম-সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার। মরহুমের জানাযায় অংশগ্রহণ করেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, আইনজীবি, পেশাজীবি পরিষদের নেতৃবৃন্দ। জানাযা শেষে মরহুমের কফিনে দলীয় পতাকা দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন, কুষ্টিয়া জেলা বিএনপি, শহর বিএনপি, সদর থানা বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, তাঁতীদল, মৎস্যজীবিদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে কুষ্টিয়া পৌর গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, সাবেক রাষ্টপ্রতি শহীদ জিয়াউর রহমান বীরউত্তম এর নীতি ও আর্দশ এবং বাংলাদেশী জাতিয়তাবাদী দর্শনে গভীর ভাবে বিশ্বাসী বলিষ্ঠ সংগঠক মরহুম এসএম ওমর ফারুক। সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রীক অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় অংশ গ্রহণ করেছেন। তার মৃত্যুতে কুষ্টিয়া বিএনপির যে ক্ষতি হল তা সহজে পুরণ হওয়ার নয়। দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন তার শোকাহত পরিবারকে এই মৃত্যু শোকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। মরহুমের বিদ্রেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।
You cannot copy content of this page
Leave a Reply