নিজ সংবাদ ॥ ভয়াল ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে কুষ্টিয়া সরকারি কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দিবসটি উপলক্ষে কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ আনছার হোসেন , সভাপতিত্ব করেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর লাল মোহাম্মদ। এ সময় আরব বক্তব্য রাখেন প্রফেসর নিবীড় কান্তী ঘোষসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ, আলোচনা সভায় বক্তারা বলেন, ভয়াল ২৫ মার্চ। বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের এইদিনের শেষে এক ভয়াল বিভীষিকাময় রাত নেমে এসেছিল। মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী বাঙালী জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালীদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। বাঙালীর স্বাধীনতার আকাক্ক্ষা মুছে দেওয়ার চেষ্টায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তারপর নয় মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা, অতীত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের এই স্বাধীনতা ধরে রাখতে হবে, আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষিত হতে হবে, তবেই স্বাধীনতা পূর্ণতা লাভ পাবে।
You cannot copy content of this page
Leave a Reply