নিজ সংবাদ ॥ কুষ্টিয়া সরকারি কলেজে বাংলা নববর্ষ-১৪২৯ উদযাপনে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নববর্ষ-১৪২৯ উদযাপনে বৃহস্পতিবার ১০টায় কলেজ গেট থেকে পুরাতন বছরের ব্যর্থতা মুছে ফেলে বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়, শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেয় শিক্ষক শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে কলেজের শিক্ষক মিলনায়াতনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী মনজুর কাদির। স্বাগত বক্তব্য রাখেন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, আরো বক্তব্য রাখেন, অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আনছার হোসেন, সম্পাদক শিক্ষক পরিষদ ও সহযোগী অধ্যাপক পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর লাল মোহাম্মদ, রাসায়ন বিভাগের অধ্যাপক অরুন কুমার রাহা, দর্শনের সহযোগী অধ্যাপক মাসুদ ইসলাম, অর্থনীতির সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান প্রমুখ। বাঙালি সংস্কৃতি বিষয়ক আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সমাজ বিজ্ঞানের প্রভাষক শাহরিয়ার হোসেন। আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালি জাতির জীবনে বাংলা নববর্ষ অন্যতম অসাম্প্রদায়িক সর্বজনীন উৎসব। এই একটা দিন গ্রাম-শহর, ধনী-গরিব নির্বিশেষে সবাই নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের দিকে মনোনিবেশ করে। গভীর তৃপ্তি আর সন্তোষের অনুভূতি নিয়ে পরষ্পরের হাতে হাত রাখে, গেয়ে ওঠে গান, আনন্দোৎসব, আড্ডা কিংবা আলোচনায় মত্ত হয়, ঐতিহ্যবাহী খাবার, পোশাকের সমারোহে একান্ত নিজস্ব সাংস্কৃতিক পরিবেশে অবগাহন করে। এদিনেই যেন বাঙালির সাংস্কৃতিক চেতনার নিত্য নব দিগন্তের উন্মোচন ঘটে। এসময় দলীয় সংগীত এসো হে বৈশাখ… বাংলা নব-বর্ষের গান, কবিতা আবৃত্তিসহ নানা কর্মসূচি পালন করা হয়।
Leave a Reply