নিজ সংবাদ ॥ কুষ্টিয়া সরকারি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে অত্র কলেজের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজি মনজুর কাদির। এসময় স্বাগত বক্তব্য রাখেন , উপাধাক্ষ্য প্রফেসর আনছার হোসেন, প্রফেসর মোঃ আব্দুল মতিন, প্রফেসর ড. মোহাম্মদ আবুল কালাম আজাদ, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর লাল মোহাম্মদ, প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালরি শ্রেষ্ঠ র্অজন দেশের স্বাধীনতাসহ বঙ্গবন্ধুর সব লড়াই-সংগ্রাম-আন্দোলনরে নেপথ্যের প্রেরণাদানকারী ছিলেন ফজলিাতুন নছো মুজবি। তিনি বঙ্গবন্ধুর সমগ্র রাজনতৈকি জীবনে ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি রাজনতৈকি র্কমকাে অফুরান প্রেরণার উৎস হয়ে ছিলেন। বঙ্গবন্ধু যখন বারবার পাকিস্তানি শাসকদের হাতে বন্দি জীবনযাপন করছলিনে, তখন আওয়ামী লীগরে র্সবস্তররে নেতার্কমীরা ফজলিাতুন নছো মুজবিরে কাছে ছুটে আসতনে বঙ্গবন্ধুর নির্দেশনা জানতে তিনি তাদরে বঙ্গবন্ধুর বিভিন্ন দিক নির্দেশনা পৌঁছে দিতেন এবং লড়াই-সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য অনুপ্ররেণা জোগাতনে ।আলোচনা শেেষ দোয়া মাহ্ফলি অনুষ্ঠতি হয়।