1. admin@andolonerbazar.com : : admin admin
  2. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে কবি নজরুলের জন্মজয়ন্তী পালিত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

 

নিজ সংবাদ ॥ “সৃষ্টি সুখের উল্লাসে”প্রতিপাদ্যে জাতীয? কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্ম জয?ন্তি উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ। বৃহস্পতিবার (২৫মে) বেলা ১১টায? কুষ্টিয?া সরকারী মহিলা কলেজ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে নৃত্যানুষ্ঠানের মাধ্যমে শুরু হওয?া আয়োজনে শিক্ষক শিক্ষার্থীদের অংশ গ্রহনে আলোচনাসহ কবিতা গান ও নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয? । অনুষ্ঠানে মুখ্য আলোচনা ছিলেন, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের বাংলা বিভগের সহযোগী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিশির কুমার রায?।  অনুষ্ঠানে বক্তারা বলেন, দ্রোহ, প্রেম, ধর্মীয? অনুপ্রেরণা ও সাম্যবাদের কবি কাজী নজরুল ইসলামের একেকটি দীপ্তিমান শব্দবর্ধন সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে বাঙালি কে উজ্জীবিত করেছে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত। এখনো বাঙালির যে কোন আন্দোলনে তাঁর সৃষ্টি আজও সমান ভাবে প্রেরণা যোগায?। জাতীয? কবি কাজী নজরুল ইসলাম তার অনবদ্য সৃষ্টির মধ্য দিয়ে তিনি আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবেন। বক্তারা আরো বলেন,চুরুলিয?ার সেই দুখু মিয?া শুধু কানাডা নয? সারা বিশ্বে তার সৃষ্টিকর্মের মাধ্যমে অমর হয়ে আছে। উল্লেখ্য,১৯৭২ সালের ২৪ মে কাজী নজরুল ইসলামকে ঢাকায় এনে জাতীয় কবির মর্যাদায় ভূষিত করেন স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কবির ‘চল্ চল্ চল্, ঊর্ধ্ব গগনে বাজে মাদল’কে সামরিক সংগীত হিসেবে নির্বাচিত করে তাকে সম্মানিত করা হয়।

 

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com