1. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের টাকা ভাগ বাটোয়ারা ও পদ দখল করতে খোকনকে পরিকল্পিতভাবে হত্যা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ মে, ২০২১

নিজ সংবাদ ॥ নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি ও কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক স্বর্ণযুগ পত্রিকার প্রকাশক-সম্পাদক এবং সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক জামিল হাসান খান  খোকনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবী করেছে তার পরিবার। সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া শহরের কোর্টপাড়ার হাসপাতাল মোড়স্থ নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এমন দাবী করে অভিযুক্ত আসামীদের গ্রেফতার দাবী করেন খোকনের পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে জামিল হাসান খান খোকনের ভাই কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সভাপতি নাফিজ আহমেদ খান টিটু বলেন, ১২ মে সন্ধ্যায় সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্ল¬বের বাসায় যান সংগঠনের সাধারণ সম্পাদক জামিল হাসান খান খোকন। এসময় সংগঠনের টাকা পয়সার ভাগ বাটোয়ারা ও সংগঠনের পদ দখল করতে পরিকল্পিতভাবে সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ও তার সহযোগি মিলন উল্লাহসহ অন্যরা  খোকনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে খোকন অচেতন হয়ে পড়েন। পরে তিনি ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে গত ১৪ মে দিনগত রাত সাড়ে ১২টার দিকে মারা যান। এদিকে এ ঘটনার পরদিন নাফিজ আহমেদ খান টিটু রাশেদুল ইসলাম বিপ্লব, মিলন উল্লাহ, সালমান সাহরিয়ার রাজু ও রাকিবুল হাসানের নাম উল্লে¬খ করে আরো ১০/১২ জনকে আসামী করে মডেল থানায় এজাহার দেন। তবে অজ্ঞাত কারণে পুলিশ তা সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করে। টিটু অভিযোগ করেন, আমি অভিযোগ দিলেও পুলিশ জিডি নিয়েছে।

টিটু অভিযোগ করে আরো বলেন, ঘটনার সময় সেখানে উপস্থিত থাকাদের আটক করে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করলেই প্রকৃত ঘটনা বের হয়ে আসবে। এ সময় জামিল হাসানের স্ত্রী কামরুন্নাহার খান, ছেলে জায়েদ হাসান খান, শিশু কন্যা জামিয়া খান জারা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কুষ্টিয়া সদর মডেল থানার ওসি শওকত কবির বলেন, এ বিষয়ে দ্রুত গতিতে তদন্ত চলছে। যদি অভিযোগ সত্যি হয় তবে জিডিটি মামলায় পরিণত হবে এবং আসামীদের আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com