নিজ সংবাদ ॥ করোনা রোগীর চাপ সামাল দিতে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেট ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল দশটায় হাসপাতালের তত্বাবধায়ক আবদুল মোমেন এতথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ২০ জুন স্বাস্থ্য অধিদপ্তরে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছিল। লিখিতভাবে এখনও কোন ফিরতি চিঠি আসেনি। কিন্তু গত দুইদিন ধরে হাসপাতালে রোগী ভর্তির যে চাপ তাতে আজ (শুক্রবার) সকাল থেকে করোনা ডেডিকেটেড করতে ঘোষণা করতে হয়েছে।’ তিনি আরও বলেন,‘ এখন থেকে হাসপাতালে শুধুমাত্র করোনা আক্রান্ত রোগীদের ভর্তি নেওয়া হবে। প্রসুতি ও নবজাতকদের স্ক্যানু ও গুরুতর রোগীদের সিসিইউ ওয়ার্ড চালু থাকবে। এছাড়া ২৪ ঘন্টা হাসপাতালে জরুরি সেবা খোলা থাকবে। তবে বর্হিবিভাগ বন্ধ থাকবে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার বলেন, আজ (শুক্রবার) সকাল পর্যন্ত হাসপাতালের ১৮০ জন রোগী ভর্তি আছে। যার মধ্যে ১৪২ জন পজিটিভি। বাকি ৩৮ জন করোনা উপসর্গ নিয়ে। হাসপাতালের দোতলার সবগুলো ওয়ার্ডে ২০০ বেড স্থাপন করা হয়েছে। নিচের কয়েকটি ওয়ার্ড প্রস্তুত করা হচ্ছে। করোনা ছাড়া অন্য কোন চিকিৎসা দেওয়া এই মূহুর্তে সম্ভব হচ্ছে না। চিকিৎসক ও নার্সেরা হিমশিম পোহাচ্ছে।
২৪ ঘন্টায় শনাক্তের হার সবচেয়ে বেশি: জেলায় গত ২৪ ঘন্টায় নমুনা অনুপাতে সবোর্চ্চ হার উঠে এসেছে। গত ২৪ ঘন্টায় ২৬৪ নমুনা পরীক্ষায় ১১১ জনের শরীরে করোনা পজিটিভি শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৯ দশমিক ৩৩ শতাংশ। এনিয়ে জেলায় এ যাবত পজিটিভ রোগীর সংখ্যা ৬ হাজার ৯১৩ জন।
জেলায় সাতদিনের লকডাউনের শুক্রবার ছিল পঞ্চমদিন। মাঠে আইনশৃঙ্খলাবাহিনী ও প্রশাসন মানুষকে ঘরে রাখতে কাজ করছে। তবে অভিযোগ রয়েছে ঠুনকো অযুহাতে মানুষ বাড়ির বাইরে বের হচ্ছে। জেলার করোনা পরিস্থিতি ভয়াবহ হবার পরও কেউ সেটা মানতে চাচ্ছে না। আইন না মানায় প্রশাসন অভিযান চালিয়ে ৭৬ জনকে ১ লাখ ১১ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেছেন।
You cannot copy content of this page
Leave a Reply