বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মেহেরপুর জেলা আহ্বক কমিটি গঠন করা হয়েছে। শ্রী অভিজিৎ বোস মানা কে আহ্বায়ক এবং শ্রী অশোক চন্দ্র বিশ্বাসকে সদস্য সচিব করে ১১ বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি শ্রী জে এল ভৌমিক এবং অধ্যাপক ডক্টর চন্দ্রনাথ পোদ্দার স্বাক্ষরিত আহবায়ক কমিটি দেওয়া হয়। কমিটিতে আহবায়ক- শ্রী অভিজিৎ বোস মানা, যুগ্ন আহবায়ক -সুকুমার কর্মকার, যুগ্ন আহবায়ক- গুরুপদ হালদার, সদস্য-সচিব -শ্রী অশোক চন্দ্র বিশ্বাস, কার্যকারী সদস্য ১/শ্রী কার্তিক সাহা ২/শ্রী সুব্রত সাহা বাপ্পা ৩/শ্রী অনন্ত হালদার ৪/শ্রী প্রদীপ কুমার পাল ৫/শ্রী মহাদেব দাস ৬/শ্রী সাধন কুমার দাস /শ্রী মনোরঞ্জন হালদার আহবায়ক কমিটিতে স্পষ্ট উল্লেখ করা আছে- গঠনতন্ত্রের ৮ খ(৫) ধারার আওতায় ১ সেপ্টেম্বর ২০২২ হইতে আগামী ৯০(নব্বই)দিনের জন্য উপরোক্ত আহবায়ক কমিটি অনুমোদন করা হলো।আহবায়ক কমিটি ওই সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বাধ্য থাকিবে। ৯০ দিন অতিক্রান্ত হলে এই আহবায়ক কমিটি স্বাভাবিকভাবেই বাতিল বলে গণ্য হবে। নবগঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মেহেরপুর জেলা শাখার দায়িত্ব পাওয়ায় জেলার হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন অভিনন্দন জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি
You cannot copy content of this page
Leave a Reply