ক্রীড়া প্রতিবেদক ॥ বৃষ্টির কারণে মঙ্গলবার অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল। আজকের তীব্র গরমেও সেটি পুষিয়ে নিয়েছেন তারা। বিশেষ করে সবাইকে ছাপিয়ে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। সাকিব-মোস্তাফিজকে নিয়ে আলাদা আগ্রহ থাকাটাও স্বাভাবিক। বিশ্বসেরা অলরাউন্ডার সর্বশেষ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে। ইনজুরির কারণে বাকি টেস্ট খেলতেই পারেননি। এর পর সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউজল্যান্ড সফরেও যাওয়া হয়নি এই অলরাউন্ডারের। সর্বশেষ আইপিএলকে প্রাধান্য দিতে গিয়ে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজও মিস করেছেন। সাকিবের মতো আইপিএল খেলার কারণে শ্রীলঙ্কা সফর মিস করেন মোস্তাফিজুর রহমানও। সেখান থেকে ফিরে কোয়ারেন্টিন শেষ করেই বুধবার মাঠে নেমেছিলেন দুজন। বুধবার মাঠে নেমে পিচের কাছে চলে যান সাকিব। ঘুরে ফিরে কিছুক্ষণ ক্রিজ দেখছিলেন। তার সঙ্গে একটু পর যোগ দেন মুশফিকও। দু’জন যখন সেন্টার উইকেট থেকে ফিরে আসছিলেন, তখন পিচ দেখতে চান অধিনায়ক তামিম ইকবাল। পিচ দেখা পর্ব শেষ হতেই হালকা ওয়ার্মআপ সেরে নেন ক্রিকেটাররা। খানিকবাদে সেন্টার উইকেটে ব্যাটিং করতে চলে যান তামিম। ওয়ানডে অধিনায়কের বিপক্ষে বোলিং করেন তাসকিন আহমেদ ও সাইফউদ্দিন। শুরুতে শটস খেলতে সমস্যা হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বেরিয়ে আসেন এই ওপেনার। তাসকিন ও শরিফুলদের বিপক্ষে কাট, পুল, কভার ড্রাইভ এবং ডাউন দ্য উইকেটে বেশ কিছু দৃষ্টিনন্দন শট খেলেন তিনি। তার তত্ত্বাবধানে ছিলেন ব্যাটিং কোচ জন লুইস। আর বোলিং কোচ না থাকায় বোলারদের দেখভাল করছিলেন সাবেক ক্রিকেটার ও কোচ তালহা জুবায়ের। এদিকে ছোট একটি গ্রুপ বানিয়ে মাঠের এক কোণায় ফিল্ডিং অনুশীলন করেছেন মুশফিক, লিটন, মিরাজ, মিঠুনসহ বেশ কয়েজন ক্রিকেটার। আরেকটি গ্রুপ স্থানীয় কোচ মিজানুর রহমান বাবুলের নেতৃত্বে ইনডোরে চলে যান। ইনডোরে ব্যাটসম্যান মাহমুদউল্লাহর বিপক্ষে সাকিব আল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও মোসাদ্দেক হোসেন হাত ঘুরিয়েছেন। এর মধ্যেই ওয়ানডে অধিনায়কের ব্যাটিং শেষ হলে সাকিব একা একা কিছুক্ষণ বোলিং করেছেন। কিছু বিষয় ধরিয়ে দিয়েছেন কোচ মিজানুর রহমান। বোলিংয়ে একটু আঁটসাটই মনে হয়েছে সাকিবকে। নিজের মূল অস্ত্র আর্ম বলটাতে জোড় দিতে দেখা গেছে। অবশ্য ১৫/১৬ দিন পর মাঠে নামার প্রভাব সাকিবের ব্যাটে-বলে স্পষ্টভাবেই পড়েছে। আঁটসাট বোলিংয়ের পর ব্যাটিংয়ে আপ টু দ্য মার্কে পাওয়া যায়নি তাকে। মাহমুদউল্লাহ, নাসুম, শরিফুল, সাইফউদ্দিনদের বিপক্ষে বেশ সংগ্রামই করতে হয়েছে। তবে বিশ্বসেরা এই অলরাউন্ডারের ছন্দে ফিরতে কয়েকটি সেশনই যথেষ্ট। সাকিবের অনুশীলন পর্ব শেষ হতেই ফিল্ডিং অনুশীলন সেরে ইনডোরে আসেন মুশফিক। কিছুক্ষণ ব্যাটিং করে চলে যান সেন্টার উইকেটে। পেসার ও স্পিনারদের বিপক্ষে বেশ কিছু সুইপ শটস খেলতে দেখা যায় মুশফিককে। দক্ষতা বাড়াতে অনুশীলনে বেশ কিছু শটস পরখ করে নেন তিনি। এদিকে সাকিবের মতো ১৫/১৬ দিন পর মাঠে নেমেছেন মোস্তাফিজ। প্রথম দিনে খুব বেশি পরিশ্রম করেননি। কয়েক ওভার বোলিং করেই ড্রেসিংরুমে ফিরেছেন কাটার মাস্টার। এর আগে অবশ্য অনেকক্ষণ গ্রাউন্ড ফিল্ডিং করেছেন। বৃহস্পতিবার বিকেএসপিতে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচটি বিরতিতে পরা সাকিব-মোস্তাফিজকে ছন্দে ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে।
You cannot copy content of this page
Leave a Reply