নিজ সংবাদ ॥ কুষ্টিয়া কম্পিউটার এন্ড মোবাইল টেকনোলজি এসোসিয়েশন-কেসিএমটিএ এর উদ্যোগে বনভোজন ও ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী কুষ্টিয়া সুগার মিল স্কুল মাঠে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন কুষ্টিয়া কম্পিউটার এন্ড মোবাইল টেকনোলজি এসোসিয়েশন-কেসিটিএম এর সভাপতি ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী অজয় সুরেখা। ক্রিকেট টুর্ণামেন্ট পরিচালনা করেন কেসিএমটিএ’র ক্রীড়া সম্পাদক আরাফাত হোসেন মিঠু। ক্রিকেট টুর্নামেন্টে সর্বমোট ৬ টি দল দুইভাগে বিভক্ত হয়ে খেলায় অংশগ্রহণ করে। ৮ ওভারের এই খেলায় অপরাজিত ট্রাস্ট কম্পিউটার দল এরিস্টো কম্পিউটার দলকে ৪৩ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় সর্বোচ্চ রান সংগ্রহ করে ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হওয়ার গৌরব অর্জন করেন ট্রাস্ট কম্পিউটারের মোঃ তাজমুল এবং ম্যান অব দ্যা ফাইনাল হওয়ার গৌরব অর্জন করেন ট্রাস্ট কম্পিউটারের বনি ইসরাইল সিদ্দিকী।
দিনব্যাপী আয়োজিত টুর্নামেন্টে অংশহগ্রহণকারী দলগুলো হল, এ্যারিষ্ট কম্পিউটার্স, বেঙ্গল কম্পিউটার্স, ট্রাস্ট কম্পিউটার্স, শতাব্দী ভবন একাদশ, মোবাইল ডিস্ট্রিবিউটর ও দুরন্ত একাদশ সমবায় মার্কেট । খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন কুষ্টিয়া কম্পিউটার এন্ড মোবাইল টেকনোলজি অ্যাসোসিয়েশন- কেসিএমটিএ’র সাধারণ সম্পাদক এ.এম.এন রোকনুজ্জামান নান্টু। উক্ত টুর্নামেন্টটির মিডিয়া পার্টনার দৈনিক দিনের খবর পত্রিকা। দিনব্যাপী আয়োজিত উক্ত ক্রিকেট টুর্ণামেন্টটি বিভিন্ন বয়সী মানুষ উপভোগ করেন।
Leave a Reply