1. andolonerbazar@gmail.com : AndolonerBazar :
বুধবার, ৩১ মে ২০২৩, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্তানদের শিক্ষার জন্য মুসলিম উম্মাহর প্রতি আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা প্রদান ও বিশেষজ্ঞ চিকিৎসা সেবা ইবির ইংরেজি বিভাগে পিএইচডি সেমিনার ইবিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার আওতায় ইবিতে ৩টি প্রশিক্ষণ কর্মশালা  জীবননগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু মিরপুরে পিবিজিএসআই স্কিমের উপজেলা পর্যায়ে ওয়ার্কশপ কুমারখালীতে ইচ্ছে স্যানিটারি ন্যাপকিনের অভিহিতকরণ সভা সদরপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা কুষ্টিয়া জেলা পরিষদে বিভিন্ন প্রতিষ্ঠানে বরাদ্দপত্র বিতরণ

কে এগিয়ে, মেসি বনাম নেইমার?

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ১২১ মোট ভিউ

ক্রীড়া প্রতিবেদক ॥ চলমান কোপা আমেরিকার ফাইনালটা হতে যাচ্ছে ধ্রুপদী লড়াই। লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথ তো আছেই। এই ম্যাচে মুখোমুখি হচ্ছেন বর্তমান বিশ্বের দুই সেরা ফুটবলারও। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির প্রতিপক্ষ ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। শতবর্ষ পুরনো ব্রাজিল-আর্জেন্টিনার লড়াইটা এবার ভিন্নমাত্রা পাচ্ছে এ দু’জনের জন্য। ক্লাব বার্সেলোনার হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন তারা। আবার জাতীয় দলের হয়ে খেলেছেন প্রতিপক্ষ হিসেবেও। গ্রহের সেরা দুই তারকার লড়াইটাও নিশ্চয়ই হবে দেখার মতো।জাতীয় দলের হয়ে নিজের ১ম শিরোপা জেতার জন্য মরিয়া হয়ে আছেন ৩৪ বছর বয়সী মেসি। একটা ট্রফির জন্য তৃষ্ণার্ত হয়ে আছেন অনন্তকাল ধরে। অন্যদিকে ঘরের মাঠে নিজের দেশকে শিরোপা জেতাতে উন্মুখ নেইমারও। এর আগে বিভিন্ন সময়ে হয়তো দেখা হয়েছে মেসি-নেইমারের। কিন্তু বড় মঞ্চে এটিই তাদের ১ম দেখা। ফাইনালে নামার আগে দেখে আসা যাক মুখোমুখি পরিসংখ্যানে তাদের পারফরম্যান্স কেমন?

মেসি বনাম নেইমার: ক্লাব প্রতিযোগিতা

২০১৭ সালের পর থেকে দু’জন খেলছেন আলাদা ক্লাবে। কিন্তু মজার ব্যাপার, ক্লাব প্রতিযোগিতায় এখন পর্যন্ত ১ বারই দেখা হয়েছে মেসি-নেইমারের। সেটিও ১০ বছর আগে! ক’দিন আগে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা-পিএসজি মুখোমুখি হলেও, সে ম্যাচে খেলেন নি নেইমার। ক্লাব প্রতিযোগিতায় দু’জনের দেখা ২০১১ সালে। সেবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে নেইমারের সান্তোসের মুখোমুখি হয় মেসির বার্সেলোনা। আর্জেন্টাইন মহাতারকা ততদিনে বিশ্ব ফুটবলের সেরা তারকার খেতাব পেয়ে গেছেন। অন্যদিকে ব্রাজিলিয়ান তারকার কেবল যাত্রা শুরু। সে ম্যাচে নেইমার নিজেকে জানান দেন ফুটবল বিশ্বে। যদিও বার্সা ম্যাচটি জিতে নেয় বেশ সহজেই। সান্তোসকে উড়িয়ে দেয় ৪-০ গোলে। জোড়া গোল করেন মেসি। ক্লাবে একসঙ্গে দু’জনে খেলেছেন দীর্ঘদিন। মেসি-নেইমার জুটিকে তখন ভয় পেত বিশ্বের বাঘা বাঘা ক্লাবগুলো। পেশাদারিত্ব ছাড়িয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের দুই তারকা পরিণত হন বেশ ভালো বন্ধুতে। সেই বন্ধুত্ব আজও অমলিন।

মেসি বনাম নেইমার: আন্তর্জাতিক প্রতিযোগিতা

জাতীয় দলের হয়ে বেশ কয়েক বার মুখোমুখি হয়েছেন মেসি-নেইমার। ১ম দেখা ২০১০ সালে একটি প্রীতি ম্যাচে। সেবার মেসির গোলে ব্রাজিলকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। ২০১২ সালে আবারো দেখা দু’দলের। এবারও মেসির জাদুতে জয় পায় আর্জেন্টিনা। নাটকীয় সে ম্যাচের শেষমুহুর্তে জয়সূচক গোলসহ হ্যাটট্রিক করেন মেসি। আর্জেন্টিনা জয় পায় ৪-৩ ব্যবধানে।এর ২ বছর পর আবারো মুখোমুখি মেসি-নেইমার। তবে এবার জয় পায় ব্রাজিল। মেসির বিপক্ষে নেইমারের ১ম জয়। কিন্তু সে ম্যাচে পেনাল্টি মিস করেন নেইমার।দু’জনের সবশেষ দেখা হয় ২০১৬ সালে, বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে। সেবার বড় জয় পায় ব্রাজিল। আর্জেন্টিনাকে হারায় ৩-০ গোলে। গোলের দেখা পান নেইমারও। এরপর কেটে গেছে দীর্ঘদিন। ৫ বছর পর আবারো মুখোমুখি মেসি-নেইমার। এবার ট্রফির লড়াই। দেখা যাক, শেষ হাসিটা কার মুখে ফোটে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Theme Customized By Uttoron Host

You cannot copy content of this page