ক্রীড়া প্রতিবেদক ॥ রবি শাস্ত্রীর অধীনে দারুণ সব সাফল্য পেয়েছে ভারতের জাতীয় ক্রিকেট দল। তবে বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে অনেকদিন তাদের শিরোপা জেতা হয় না। সব মিলিয়ে রবি শাস্ত্রীর প্রতি ভারতীয় ক্রিকেটাঙ্গনের একাংশ সন্তুষ্ট নয়। ভারতীয় দর্শকরা তো শাস্ত্রীকে দেখতেই পারেন না। অন্যদিকে ভারতের দ্বিতীয় জাতীয় দলটির কোচ হিসেবে শ্রীলঙ্কা সফরে গেছেন কিংবদন্তি রাহুল দ্রাবিড়। ভারতের ক্রিকেটাঙ্গনে গুঞ্জন, ভবিষ্যতে কি শাস্ত্রীর জায়গা দখল করতে যাচ্ছেন ‘দ্য ওয়াল’? আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শাস্ত্রীর সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি শেষ হতে যাচ্ছে। শাস্ত্রীর অধীনে ভারতীয় দল যেমন আন্তর্জাতিক শিরোপা পায়নি, তেমনই অন্র্ধ্বু ১৯ দলকে বিশ্বকাপ জেতানোর পাশাপাশি, ভারতীয় ‘এ’ দলের হয়েও ইতিমধ্যেই কোচ হিসাবে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন দ্রাবিড়। তাই ভারতীয় ক্রিকেটাঙ্গনে গুঞ্জন চলছে যে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই হয়তো শাস্ত্রীকে সরিয়ে দ্রাবিড়কে জাতীয় দলের কোচ করা হবে। বিষয়টি নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি নন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। তিনি এক সাক্ষাতকারে বলেছেন, ‘আমার মনে হয় না এখনই এই বিষয়ে খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন আছে। এই শ্রীলঙ্কা সিরিজে শেষ হলেই ভারত কী ধরনের পারফরম্যান্স (দ্রাবিড়ের অধীনে) করছে তা দেখা যাবে। নতুন কোচকে দায়িত্ব দেওয়ায় কোনো সমস্যা নেই। তবে শাস্ত্রীর অধীনে যদি দল ভালো পারফর্ম করে, তাহলে তাকে বদলে ফেলারও কোনো যুক্তি নেই। সময়ই সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। তার আগে এই নিয়ে বেশি আলোচনা হলে তা কোচ এবং ক্রিকেটারদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।’
You cannot copy content of this page
Leave a Reply