1. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

কোচ হতে হলে, পুরো ম্যাচ দেখতে হয় : গাভাস্কার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ জুন, ২০২১

ক্রীড়া প্রতিবেদক ॥ প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০ হাজার রান করেছেন ভারতের লিটল মাস্টার সুনীল গাভাস্কার। ভারতের সেরা ব্যাটসম্যান হওয়া সত্বেও, ক্রিকেট কোচের পদের জন্য কখনও চেষ্টাও করেননি গাভাস্কার। ভারতের অনেক সাবেক খেলোয়াড় ও গাভাস্কারের সতীর্থদের কৌতুহল, কেন টিম ইন্ডিয়ার কোচের পদের জন্য আগ্রহ দেখাননি দেশটির লিটল মাস্টার! এমন কৌতুহলের উত্তর দিয়েছেন গাভাস্কার। তিনি জানান, কোচ বা নির্বাচক হতে হলে, প্রতিটি বল পর্যবেক্ষণ করতে হয়। এটি করার মত যোগ্যতা তার মধ্যে ছিলো না। খেলোয়াড়ি জীবনে আউট হবার পর, ড্রেসিংরুমে গিয়ে ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করেছেন গাভাস্কার। একটি প্রশ্নের জবাবে ‘অ্যানালিস্ট’ ইউটিউব চ্যানেলে গাভাস্কার বলেন, ‘আমি যখন ক্রিকেট খেলেছি তখনও আমি ক্রিকেটের এক ভয়ানক ভক্ত ছিলাম। নিজে আউট হওয়ার আমি মাঝে-মাঝে ম্যাচ দেখেছি। আমি কিছুক্ষণ ম্যাচটি দেখতাম, তারপর ড্রেসিং রুমের ভেতরে যেতাম বা কিছু পড়তাম বা চিঠিগুলির জবাব দিতাম, ইত্যাদি। এরপর বাইরে আসতাম এবং আবার খেলা দেখতাম। তাই আমি বল-বাই-বল দেখার মত ছিলাম না, যেমন গুন্ডাপ্পা বিশ্বনাথ বলে। বিশ্বনাথ বা আমার চাচা মাধব মন্ত্রি বল-বাই-বল দেখতেন, পুরো ম্যাচটি সম্পূর্ণ করতেন।’ কোচ হবার জন্য পুরো ম্যাচটি দেখতে হয় বলে মনে করেন গাভাস্কার। তিনি বলেন, ‘আপনি যদি কোচ বা নির্বাচক হতে চান, তবে আপনাকে বল-বাই-বল দেখতে হবে। এজন্য, আমি কখনও কোচ হবার কথা চিন্তাও করিনি।’ ১৯৭১ সালের মার্চে টেস্ট দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পথচলা শুরু হয়। ১৯৮৭ সালে ক্রিকেট থেকে অবসর নেন তিনি। ১৬ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ১২৫টি টেস্ট ও ১০৮টি ওয়ানডে খেলেছেন গাভাস্কার। টেস্টে ৩৪টি সেঞ্চুরি ও ৪৫টি হাফ-সেঞ্চুরিতে ১০,১২২ রান করেছেন তিনি। ওয়ানডেতে তার রান ৩০৯২। বর্তমানে ক্রিকেট কলামিস্ট ও ধারাভাষ্যকার প্যানেলের সাথে জড়িত ৭১ বছর বয়সী গাভাস্কার।

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com