ক্রীড়া প্রতিবেদক ॥ কোপা আমেরিকার শিরোপা লড়াই থেকে ছিটকে পড়েছে তারা আগেই। তবে তৃতীয় স্থানের জন্যও দারুণ এক ম্যাচ উপহার দিল দুই দল। রোমাঞ্চকর ম্যাচে শেষ মুহূর্তের গোলে পেরুকে হারিয়েছে কলম্বিয়া। ব্রাসিলিয়ার মানে গারিঞ্জা স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালের ম্যাচে লুইস দিয়াসের জোড়া গোলে ৩-২ ব্যবধানে জিতেছে কলম্বিয়া। প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যায় পেরু। ৪৫তম মিনিটে ক্রিস্তিয়ান কুইভার পাস থেকে প্রতিপক্ষের গোলরক্ষকের ওপর দিয়ে বল জালে পাঠান ইওশিমার ইয়োতুন। ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে দারুণ এক ফ্রি কিকে সমতা টানেন কলম্বিয়া অধিনায়ক জুয়ান কুয়াদ্রাদো। এর ১৭ মিনিট পর আসরে নিজের তৃতীয় গোলটি করে দলকে এগিয়ে নেন দিয়াস। নির্ধারিত সময় শেষের আট মিনিট আগে হেডে আবারও ম্যাচের মোড় পাল্টে দেন পেরুর জানলুকা লাপাদুলা। কিন্তু ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াতে দেননি দিয়াস। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে জয়সূচক গোলটি করেন তিনি। দক্ষিণ আমেরিকার শীর্ষ এই প্রতিযোগিতায় পঞ্চমবারের মতো তৃতীয় হলো কলম্বিয়া, ২০১৬ সালের পর প্রথম।
You cannot copy content of this page
Leave a Reply