1. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

ক্যাটরিনা কি অন্তঃসত্ত্বা!

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

 

বিনোদন প্রতিবেদক ॥ বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফকে অনেক দিন ধরে জনসমক্ষে দেখা যায় না। গণেশ চতুর্থীতে আম্বানি পরিবারে তারকাদের চাঁদের হাট বসেছিল। সেই উৎসবে বলিউডের সমস্ত তারকারা হাজির থাকলেও দেখা যায়নি ক্যাটকে। এরপর থেকেই ইন্ডাস্ট্রির ভেতরে কানাঘুষো ক্যাটরিনা নাকি অন্তঃসত্ত্বা! মিডিয়াকে এড়াতেই জনসমক্ষে আসছেন না নায়িকা? খবর হিন্দুস্তান টাইমসের।

২০২১ সালের ডিসেম্বরে ভিকি কৌশলকে বিয়ে করেন ক্যাটরিনা। বিয়ের পর থেকে নির্দিষ্ট সময়ের ব্যবধানে নায়িকার মা হওয়ার গুঞ্জন সামনে এসেছে। তবে প্রতিবারই জল্পনা মিথ্যা প্রমাণিত হয়েছে। তবে এ কথা অস্বীকার করার জো নেই শেষ কয়েকবার ঢিলেঢালা পোশাকে প্রকাশ্যে এসেছেন অভিনেত্রী। মিডিয়াকে এড়িয়ে গিয়েছেন সচেতনভাবে। মাসখানেক আগে এক জুয়েলারি সংস্থার অনুষ্ঠানে কলকাতায় এসেছিলেন ক্যাটরিনা, তখনো সংবাদমাধ্যমকে তার ধারেকাছে ঘেঁষতে দেওয়া হয়নি। তাহলে কি ৪০ বছরের ক্যাটরিনা এবার সত্যিই মা হতে চলেছেন?

ক্যাটরিনার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রতিবারের মতো এবারো ক্যাটরিনার মা হওয়ার খবর একদম ভুয়া। নিজের কাজ নিয়েই প্রচ- ব্যস্ত অভিনেত্রী।

সেই সূত্র আরও জানায়, ‘আসলে কলকাতায় এক প্রমোশনাল অনুষ্ঠানে ঢিলে পোশাকে পৌঁছান ক্যাটরিনা। খুব সচেতনভাবে অনুষ্ঠান চলাকালীন কাউকে নিজের কাছে ঘেঁষতে দিচ্ছিলেন না অভিনেত্রী। উপস্থিত অনেকেই জানান, ক্যাটরিনা যেন আড়ালে থাকার চেষ্টা করছিলেন। এ থেকেই প্রেগন্যান্ট হওয়ার জল্পনা ছড়ায়। আসলে এ জল্পনা মোটেই ঠিক নয়। ক্যাটরিনা অন্তঃসত্ত্বা নয়। আপতত কাজ নিয়েই ব্যস্ত এই অভিনেত্রী।’

টাইগার-৩ ছাড়াও ক্যাটরিনার হাতে রয়েছে ‘মেরি ক্রিসমাস’। এ ছবিতে বিজয় সেতুপতির নায়িকা তিনি। আগামী ১৫ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com